FIFA World Cup 2022: মেসির ভাগ্যে শনি ও রাহুর যোগ! রাশি অনুযায়ী বিশ্বকাপের শেষ হাসি জিতবে কে?

Argentina vs France: কার ঘরে যাবে সোনার ট্রফি, সেই নিয়ে তর্ক তো রয়েছেই, পাশাপাশি দুই দলের ভাগ্যবিচার ঘিরে জ্যোতিষচর্চাতেও চোখ রেখেছেন প্রায় অধিকাংশ।

FIFA World Cup 2022: মেসির ভাগ্যে শনি ও রাহুর যোগ! রাশি অনুযায়ী বিশ্বকাপের শেষ হাসি জিতবে কে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 5:00 PM

আজকের দিনটি ফুটবলপ্রেমীদের কাছে সুপার ডুপার ডে। ফিফা বিশ্বকাপের ফাইনালের (FIFA Worldcup 2022) আগে তাই দুই দলের সমর্থকদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। কার হাতে উঠবে ফুটবল বিশ্বযুদ্ধের ট্রফি, সেই রুদ্ধশ্বাস ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। ফুটবল বিশ্বকাপ, তাও আবার রবিবার, সব বাঙালির ঘরেই এখন চাপা উত্তেজনা। কার ঘরে যাবে সোনার ট্রফি, সেই নিয়ে তর্ক তো রয়েছেই, পাশাপাশি দুই দলের ভাগ্যবিচার ঘিরে জ্যোতিষচর্চাতেও চোখ রেখেছেন প্রায় অধিকাংশ। মেসির (Lionel Messi) পায়ের জাদু নাকি মেসির শেষ বিশ্বকাপে সোনার ছেলের কৃতিত্বের উপর যাঁরা ভরসা করে আছেন, তাঁরা আগে লিওনেল মেসির লগ্ন, গ্রহ-নক্ষত্রের দিকেও চোখ রাখুন। কারণ শেষ বিশ্বকাপ হলেও মেসির ভাগ্য়ে কী রয়েছে তা পরিষ্কার করেছেন জ্যোতিষবিদরা।

জ্যোতিষমতে ও রাশি অনুযায়ী আর্জেন্তিনার মেসি নাকি ফ্রান্সের হুগো লরিসের ভাগ্যে সিকে ছিঁড়বে, তা জেনে নিন এখানে…

ফ্রান্সের ক্যাপ্টেন হুগো লরিস হলেন একজন অভিজ্ঞ ফুটবলার। অতীতে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্য়োতিষমতে মেষ রাশিতে জন্ম লরিস। গ্রহের অবস্থান বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত ও চন্দ্রমতে তার রাশি হল তুলা। বর্তমানে শনি ও বুধ , রাহুর মধ্যে দিয়ে তাঁর সময় দিয়ে যাচ্ছেন। নাম ও খ্যাতির পিছনে রয়েছে শনি ও বুধের সঠিক অবস্থান। অন্য়দিকে মীন রাশিতে রাহুর প্রবেশও তাকে স্পর্শ করে গিয়েছে। রাহুর অবস্থান হলেও লরিসকে শক্তিশালী ও খ্যাতির মুখে ঠেলে দিয়েছে।

অন্যদিকে লিওনেল মেসিকে ফুটবল খেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। এবারের বিশ্বকাপই শেষ বিশ্বকাপ। মেসি মকর রাশি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এই কারণেই মেসি অত্যন্ত কঠোর পরিশ্রমী। লগ্নে রয়েছে শনির প্রভাব। চন্দ্রমতে রাশি হল বৃষ তাই এবার মেসির ব্যক্তিত্ব অন্য বারের তুলনায় অনেক দৃঢ় হয়ে উঠেছে। শেষ বিশ্বকাপে জিততে মরিয়া লিওনেল। বর্তমানে তিনি বৃহস্পতি-চন্দ্র-রাহুর দশা অতিক্রম করছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি দৃঢ়ভাবে একটি কেন্দ্রগৃহে স্থাপন করে রয়েছে। ফলে চাঁদ-শুক্র সংযোগে আরও খ্য়াতি অর্জনের জন্য শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে।

তবে এখানেই রয়েছে ট্যুইস্ট। দুই দলের অধিনায়কের ভাগ্য়েই রয়েছে রাহুর প্রভাব। লরিস এবং মেসির জ্যোতিষ অনুযায়ী,  মীন রাশিতে রাহুর অবস্থান রয়েছে। এই অবস্থানেই আবার বৃহস্পতি দ্বারা শাসিত একটি রাশি। কিন্তু মেসির রাশি অনুয়ায়ী, বৃহস্পতি একটি ক্ষতিকর পর্যায়ে অবস্থান করছে। অন্যদিকে লরিসের জ্যোতিষ বলছে, বৃহস্পতি এমন একটি গ্রহ যা তাকে সর্বজনীন খ্যাতি এবং গৌরব এনে দেবে। ভাগ্য় বিচারের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায়, তাহলে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনাকে হারিয়ে সোনার ট্রফি নিয়ে যাবে ফ্রান্সের হুগো লরিস।

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।