Job Card: বিহারে বাতিল ১.২ কোটি জব কার্ড, নেপথ্যে কী কারণ

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 01, 2023 | 5:00 PM

Job Card: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম প্রথম শুরু হয় ২০০৫ সালে। গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতি, সাধারণ মানুষের কাজের ব্যবস্থা করতেই মূলত এই প্রকল্পের সূচনা।

Job Card: বিহারে বাতিল ১.২ কোটি জব কার্ড, নেপথ্যে কী কারণ
ফাইল চিত্র

Follow Us

পটনা: বিহারে বাতিল হয়ে গেল প্রায় ১.২ কোটি জব কার্ড (Job Card)। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্য়ারান্টি স্কিমে (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) এই জব কার্ডগুলি বিগত এক বছরে খোলা হলেও দীর্ঘদিন ধরে তাতে কোনও কাজ হয়নি। এই সব জব কার্ডই বর্তমানে ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন বিহারে গ্রমোন্নয়ন মন্ত্রী শ্রায়ন কুমার। আর ঠিক সে কারণেই এগুলি বাতিল হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন তিনি। অন্যদিকে এই সময়সীমার মধ্যে আবার সরকার নতুন ২৩.০৭ লক্ষ জব কার্ড দিয়েছে সরকার। এ কথাও জানিয়েছেন মন্ত্রী। 

বিহারের গ্রামোন্নয় দফতর সূত্রে খবর, এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত ৩ কোটি ৮৫ লক্ষ ৬৯ হাজার ৬২৬ জব কার্ড ইস্যু করা হয়েছে। তারমধ্যে এখনও পর্যন্ত, ১ কোটি ২৩ লক্ষ ১৩ হাজার ৯২৭টি জব কার্ড আর সক্রিয় নেই। এরমধ্যে অনেক জব কার্ড ভুয়ো, অনেক জব কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই, অনেক জব কার্ডের মালিক ইতিমধ্যেই আবার মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। সে কারণে এই বিশাল অঙ্কের জব কার্ড বাতিল করা হচ্ছে। 

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম প্রথম শুরু হয় ২০০৫ সালে। গ্রামীণ অর্থব্যবস্থার উন্নতি, সাধারণ মানুষের কাজের ব্যবস্থা করতেই মূলত এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের হাত ধরে জব কার্ড হোল্ডারদের বছরে মূলত একশোদিনের কাজ দেওয়া হয়ে থাকে। সূত্রের খবর, বর্তমানে বিহারে সবথেকে বেশি জবকার্ড বাতিল হয়েছে বৈশালীতে। সেখানে ৮ লক্ষ ৮৯ হাজার ১৫০টি জব কার্ড বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরই সবথেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে পাটনা, সমস্তিপুর, আরারিয়া, দ্বারভাঙা, ঔরঙ্গাবাদ, বেগুসরাইয়ে।

Next Article