Pakistan Firing: আবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ১ জওয়ান, পাল্টা জবাব দিচ্ছে BSF-ও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 09, 2023 | 12:48 PM

India-Pakistan: বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনী। পাক সেনার গুলিতে বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন।

Pakistan Firing: আবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নিহত ১ জওয়ান, পাল্টা জবাব দিচ্ছে BSF-ও
আহত জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

শ্রীনগর: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের (Pakistan)। আবারও আন্তর্জাতিক সীমান্তে গুলি চালাল পাকিস্তানি রেঞ্জার্স। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)। পাক সেনার গুলিতে বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) সাম্বা জেলায় রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চালায় পাক সেনা।

বিএসএফের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “৮-৯ নভেম্বরের মধ্য রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর পোস্টের কাছে মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ানরা। নিয়ম মতোই তারা টহল দিচ্ছিলেন, এমন সময় পাক রেঞ্জার্সরা গুলি চালায়। পাক সেনার গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন। পাকিস্তানের গুলির পাল্টা জবাব দেওয়া হয় ভারতের তরফেও।”

জানা গিয়েছে, আহত ওই বিএসএফ জওয়ানকে রাত একটা নাগাদ রামগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই জওয়ানের অবস্থা স্থিতিশীল। পরে জানা যায়, ওই জওয়ান নিহত হয়েছেন।

এদিকে, পাক সেনার আচমকা গুলি চালানোয় রামগড় এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা তড়িঘড়ি সেনা বাঙ্কারে আশ্রয় নেন।

প্রসঙ্গত, বিগত ২৪ দিনে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাল। এর আগে, গত ২৮ অক্টোবরও পাকিস্তান সেনা ভারতের দিকে গুলি চালায়। টানা সাত ঘণ্টা ধরে ভারী গোলা-গুলি বর্ষণ হয়। সংঘর্ষে ও মর্টারের আঘাতে দুই বিএসএফ জওয়ান ও এক মহিলা আহত হন। তার আগে গত ১৭ অক্টোবরও জম্মু-কাশ্মীরের আর্ণিয়া সেক্টরে পাক সেনার ছোড়া গুলিতে আহত হন এক বিএসএফ জওয়ান। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি স্বাক্ষর হয়েছিল।

Next Article