শ্রীনগর: ভোটের আগেই রক্ত ঝরল উপত্যকায়। সাধারণ নাগরিকদের উপরে হামলা চালাল জঙ্গিরা। শনিবার জম্মু-কাশ্মীরের দুই জায়গায় হামলা জঙ্গিদের। গুলিতে নিহত হয়েছেন একজন প্রাক্তন প্রধান। আহত দুই পর্যটক।
আজ বাদে কাল নির্বাচন। তার আগেই রক্তাক্ত উপত্যকা। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মাঝেও জঙ্গিরা সাধারণ মানুষের উপরে হামলা চালাল। প্রথম হামলাটি হয় সোপিয়ানে। হুরপুরা গ্রামের প্রাক্তন প্রধান আইজাজ় আহমেদ শেখকে গুলি করে খুন করে জঙ্গিরা। অন্য়দিকে, অনন্তনাগেও প্রকাশ্যে গুলি চালায় জঙ্গিরা, গুলিবিদ্ধ হন রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে আসা এক দম্পতি।
পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সোপিয়ান জেলায় যে প্রাক্তন প্রধানের উপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। অন্যদিকে অনন্তনাগের ইয়ান্নার এলাকায় এক যুগলের উপরে হামলা করেছে জঙ্গিরা। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে চিরুণি তল্লাশি।
প্রসঙ্গত, ভোটের মাঝেই অশান্তি তৈরির জন্য একের পর এক জঙ্গি হামলা করা হচ্ছে বলে সন্দেহ। অনন্তনাগর-রাজৌরিতে শনিবার পর্যন্ত নির্বাচনী প্রচার চলছিল। আগামী ২৫ মে এই দুই আসনে ভোট।
গতকালের জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও বিজেপি। সকলেই এই হামলার তীব্র নিন্দা করেছেন।