Encounter: বারামুল্লায় নিকেশ ৩ জঙ্গি, সেনা অভিযানে ‘নাক গলাল’ পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 16, 2023 | 3:59 PM

Jammu Kashmir: এ দিন সকালে বারামুল্লার উরি সেক্টরের হাথলাঙ্গা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু হয়। সেনা-নিরাপত্তা বাহিনীর মধ্য়ে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর।

Encounter: বারামুল্লায় নিকেশ ৩ জঙ্গি, সেনা অভিযানে নাক গলাল পাকিস্তান
বারামুল্লায় চলছে এনকাউন্টার।
Image Credit source: ANI

Follow Us

শ্রীনগর: উপত্যকা জুড়ে চলছে জঙ্গি দমন অভিযান (Anti-Terror Operation)। একদিকে অনন্তনাগ, অন্যদিকে বারামুল্লা। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় (Baramulla) জঙ্গি দমন অভিযান শুরু হয়। শেষ খবর অনুযায়ী, এনকাউন্টারে (Encounter) তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে। লুকিয়ে থাকা অন্য়ান্য় জঙ্গিদেরও খোঁজ করা হচ্ছে। অনন্তনাগে চারদিন ধরে চলা জঙ্গি দমন অভিযানের মাঝে বারামুল্লায় এনকাউন্টারে জঙ্গি নিকেশকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

কাশ্মীর জ়োন পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে বারামুল্লার উরি সেক্টরের হাথলাঙ্গা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু হয়। সেনা-নিরাপত্তা বাহিনীর মধ্য়ে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর।

শেষ খবর অনুযায়ী, এখনও অবধি তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এরমধ্যে দুইজন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় জঙ্গির দেহ উদ্ধার করার চেষ্টা করা হলেও, নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তানি সেনা গুলি চালানোয় সেই প্রচেষ্টা স্থগিত রাখতে বাধ্য হয় সেনা।

প্রসঙ্গত, হাতলাঙ্গা গ্রাম নিয়ন্ত্রণ রেখার কাছে শেষ গ্রাম। আধিকারিকদের অনুমান, নতুন করে হয়তো নিয়ন্ত্রণ রেখা দিয়ে প্রবেশ করেছে জঙ্গিরা। তাদের বিরুদ্ধেই গুলির লড়াই চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টার অভিযান শুরু হয়েছে। কোকেরনাগ জঙ্গলে চলছে গুলির লড়াই। ওই সংঘর্ষে এখনও অবধি ৪ জন জওয়ান ও পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। তিনদিন পরও, আজ সন্ত্রাস দমন অভিযান জারি রয়েছে। জানা গিয়েছে, চারিদিক থেকে জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে। অনন্তনাগের জঙ্গলে জঙ্গিরা একটি গুহায় লুকিয়ে রয়েছে। এখন তাদের অবস্থান এমন যে একদিকে চড়াই পাহাড়, অন্যদিকে গভীর খাদ। ফলে জঙ্গিদের আর পালাবার পথ নেই।

Next Article