Defamation Case Against Sanjay Raut : টিট ফর ট্যাট! সঞ্জয় রাউতের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা বিজেপি নেতার স্ত্রী-র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 23, 2022 | 11:04 PM

Defamation Case Against Sanjay Raut : বম্বে হাইকোর্টে শিবসেনা রাউতের বিরুদ্ধে মানহানির মামলা করলেন এক বিজেপি নেতার স্ত্রী। সঞ্জয় রাউত মেধা কিরিত সোমাইয়া ও তাঁর স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছিলেন।

Defamation Case Against Sanjay Raut : টিট ফর ট্যাট! সঞ্জয় রাউতের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা বিজেপি নেতার স্ত্রী-র
ছবি সৌজন্যে : PTI

Follow Us

মুম্বই : মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির নেতা কিরিত সোমাইয়ার স্ত্রী মেধা কিরিত সোমাইয়া শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার বম্বে হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। বিজেপি নেতা কিরিত সোমাইয়া এই বিষয়ে টুইটও করেছেন। তিনি টুইটে জানিয়েছেন, ‘আজ মেধা কিরিত সোমাইয়া শিব সেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন মুম্বই হাইকোর্টে।’ তিনি এই মামলা করে জানিয়েছেন যে, তিনি এই মামলার ১০০ কোটি টাকা নিজে চান না। বরং তাঁর ইচ্ছে সমাজের কোনও ভাল কাজে সেই টাকা ব্যবহার করা হোক।

প্রসঙ্গত, শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত সম্প্রতি মেধা কিরিত সোমাইয়া ও তাঁর স্বামীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, মীরা-ভয়নদার মিউনিসিপ্যাল কর্পোরেশনর এক্তিয়ারের মধ্যে শৌচাগার নির্মাণে ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে জড়িত এই দম্পতি। এরপরই মেধা কিরিত সোমাইয়া সঞ্জয় রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বিবৃতি দিয়েছেন শিবসেনা নেতা। তিনি জানিয়েছিলেন, ‘আমি জানাচ্ছি অভিযুক্ত সঞ্জয় রাউত মারাঠি সংবাদপত্র “সামনার” এগজিকিউটিভ এডিটর ও রাজনৈতিক দল শিবসেনার মুখপাত্র। আমি বলছি, অভিযুক্ত ২০২২ সালের ১৬ এপ্রিল আমার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিদ্বেষমূলক ও অযৌক্তিক বিবৃতি দিয়েছেন। সেই এক তথ্য় সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ছাপা, পাবলিশ ও বিতরণ করা হয়েছে বিপুল সংখ্যক জনগণের কাছে। সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর বিবৃতি ভাইরালও হয়ে যায়।’

এরপর সোমবার শিব সেনা নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন মেধা কিরিত সোমাইয়া। মামলা দায়ের করার পর বিজেপি নেতা কিরিত সোমাইয়া বলেছেন, এইবার মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে ও সঞ্জয় রাউতকে উত্তর দিতেই হবে।

Next Article