১০০০ কোটি বকেয়া, এবার বিরোধীদের সমালোচনার কেন্দ্রে শিক্ষা মন্ত্রক

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 27, 2025 | 8:58 PM

Education Ministry: রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বকেয়ার পরিমাণ ১০০০ কোটি টাকা। কেরলের বকেয়া ৮৫৯.৬ কোটি টাকা।

১০০০ কোটি বকেয়া, এবার বিরোধীদের সমালোচনার কেন্দ্রে শিক্ষা মন্ত্রক
সংসদের ভিতরের ছবি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: গ্রামোন্নয়ন মন্ত্রকের পর এবার কাঠগড়ায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। অভিযোগ উঠল, National Education Policy এবং পিএমশ্রী-র মতো কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে সম্মত না হওয়ায় বন্ধ পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের শিক্ষা মন্ত্রকের সমগ্র শিক্ষা অভিযানের বরাদ্দ।

শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টে কড়া সমালোচনা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। রাজ্যসভায় জমা পড়ল শিক্ষা সংক্রান্ত সংসদীয় প্যানেলের রিপোর্ট।

কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং-এর নেতৃত্বাধীন প্যানেলের বক্তব্য, কেন্দ্রীয় নীতি বাস্তবায়ন না করার কারণে রাজ্যগুলিকে টাকা না দেওয়া কার্যত অন্যায়। এর ফলে সংশ্লিষ্ট রাজ্যের স্কুলগুলির সামগ্রিক পরিকাঠামো, শিক্ষকদের বেতন, শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্ম, সার্বিক উন্নয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বকেয়ার পরিমাণ ১০০০ কোটি টাকা। কেরলের বকেয়া ৮৫৯.৬ কোটি টাকা। NEP এবং পাঠ্যক্রমে তিন ভাষার নীতি বাস্তবায়নে গররাজি হওয়ায় তামিলনাড়ুর বকেয়া ২১৫২ কোটি টাকা। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকার মধ্যে কেন্দ্রীয় নীতি প্রণয়নে বিরোধিতা করেছে তিনটি রাজ্য।

উল্লেখ্য, গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। ১০০ দিনের টাকা না দেওয়ার মতো অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। চলতি অধিবেশনেও এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল।

Next Article