Corona Outbreak: গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নীচে সংক্রমণ, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজরের বেশি মানুষ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2021 | 1:06 PM

Corona Virus: মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৪৬৮ জন।

Corona Outbreak: গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নীচে সংক্রমণ, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজরের বেশি মানুষ
দেশের করোনা সংক্রমণ ছবি-PTI

Follow Us

নয়া দিল্লি: দশ হাজারে নীচে রয়েছে করোনা (Corona) সংক্রমণ। গতকালের তুলনায় প্রায় ১৪ শতাংশ কমল দেশের একদিনে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৭২৯ জন। এদিকে, করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সামান্য বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫০৯ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৪৬৮ জন।

চলতি সপ্তাহে দেশে উত্তোরোত্তর বেড়ে গিয়েছিল মৃত্যুর সংখ্যা। যথেষ্ঠ আতঙ্ক বাড়িয়েছিল গোটা দেশে। এদিকে, ওঠা-নামা করছে দেশের মৃত্যুর গ্রাফ। কখনও বেড়ে যাচ্ছে সংখ্যাটা কখনও আবার তা একধাক্কায় কমে যাচ্ছে। গতকাল প্রায় ৪০০ ছুঁয়েছিল সংক্রমণ। আজ তা অনেকটাই কমে গিয়েছে দাঁড়িয়েছে ৩৯২।

এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি করোনা সংক্রমণ রয়েছে কেরলে (Kerala)। এদিন নতুন করে প্রায় ৬ হাজার ৫৮০ জনের সংক্রমণের হদিশ মিলেছে শরীরে। মৃত্যু হয়েছে ৩১৪ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৮০২ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ১৭ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২১৪ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন।

তবে উত্তর প্রদেশের মতো বড় রাজ্য নিয়ন্ত্রণেই রয়েছে আক্রান্তের সংখ্যা। করোনা বুলেটিন অনুযায়ী সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র ৫ জন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩২ জন। আবার মিজ়োরামের মতো ছোটো রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫১৩ ছুঁইছুই। মৃত্যু হয়েছে ৫ জনের।

বাঁধ মানছে না রাজ্যের করোনা (Corona) সংক্রমণ। কলকাতায় সংক্রমণ হার সেই আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যাতেও প্রথমেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলায় মারা গিয়েছেন ৪ জন করে মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। যা গতকাল ছিল ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় আক্রান্তের সংখ্যাই ২৪৫ জন। একইসঙ্গে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আক্রান্তের পরিসংখ্যানও চিন্তায় রাখছে প্রশাসনকে।

করোনাকে রুখতে টিকাকরণের উপর বারবার নজর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড টািকাকরণের খবর পাওয়া যাচ্ছে দেশে। ২০ লাখ ৭৫ হাজার ৯৪২ জনের টিকাকরণ হয়েছে। মোট টিকা দেওয়া হয়েছে ১০৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৫৪৬ জন।

Next Article