Corona Outbreak: সংক্রমণ নিয়ন্ত্রিত থাকলেও, দেশে ফের চোখ রাঙাচ্ছে মৃত্যু

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 19, 2021 | 10:19 AM

India Corona Cases: একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন।

Corona Outbreak: সংক্রমণ নিয়ন্ত্রিত থাকলেও, দেশে ফের চোখ রাঙাচ্ছে মৃত্যু
কমল দৈনিক সংক্রমণ। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: দশ থেকে এগারো হাজারের ভিতরই ঘোরাঘুরি করছে করোনা সংক্রমণের(Corona) গ্রাফ। তবে বেশ কয়েকদিন নিয়ন্ত্রিত থাকার পর লাফিয়ে বাড়ল মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১১ হাজার ৯১৯ জন।

চলতি সপ্তাহে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল মৃত্যু। কেরলেও সংখ্যাটা কম ছিল। এরপর গতকাল হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০ গণ্ডি ছাড়ায়। গত করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫৯ জন।

তবে গতকালের তুলনায় বাড়ল সক্রিয় আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪২ জন। গত ২৪ ঘণ্টা মিলিয়ে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২০ জন।

এখনও সক্রমণের নিরিখে কেরলে(Kerala)সংক্রমণ সর্বোচ্চ। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার ১১১ জন। মৃত্যু হয়েছে ৩৭২ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯৬৩ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩১৩ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৭৭৫ জন।

বিগত তিন থেকে চার মাসের পরিসংখ্যান লক্ষ করলে দেখা যাবে দেশের বাকি রাজ্যগুলির তুলনায় উত্তর প্রদেশে কিন্তু করোনা সংক্রমণ যথেষ্ঠ নিয়ন্ত্রিত হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হওয়ার দরুণও সেখানে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক নিয়ন্ত্রিত।গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২ জন। কারও মৃত্যু হয়নি। রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৭ জন।

এদিকে, আবারও বাংলায় মাথাচাড়া দিচ্ছে করোনা। পরপর তিনদিন সংক্রমিতের সংখ্যা ৮০০ পার করল। মঙ্গলবার একদিনে সংক্রমিত হয়েছিলেন ৮১৯ জন। বুধবার করোনা আক্রান্ত হন ৮৬২ জন। বৃহস্পতিবার সেই সংখ্যাটা হল ৮৬০ জন। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮২৫ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ১৭০টি। পজিটিভি রেট ১.৯৫ শতাংশ।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮২৫ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ১৭০টি। পজিটিভি রেট ১.৯৫ শতাংশ।

আরও পড়ুন: PM Modi on Farm Law: ‘কৃষকরা মাঠে ফিরে আসুন’ তিন কৃষি আইন প্রত্যাহার করল মোদী সরকার

Next Article