Cocain Recovered : কোকেন ভর্তি ৮৭ টি ক্যাপসুল গিলে খেয়েছেন, মাদক পাচারের আগেই বিমানবন্দরে ধৃত ঘানা থেকে আগত যাত্রী

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 03, 2022 | 7:55 PM

Cocain Recovered : মুম্বই বিমান বন্দর থেকে গ্রেফতার মাদক পাচারকারী। কোকেন ভর্তি ৮৭ টি ক্যাপসুল তিনি গিলে নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Cocain Recovered : কোকেন ভর্তি ৮৭ টি ক্যাপসুল গিলে খেয়েছেন, মাদক পাচারের আগেই বিমানবন্দরে ধৃত ঘানা থেকে আগত যাত্রী
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

মুম্বই : কোকেইন পাচার করতে গিয়ে ধৃত এক ব্যক্তি। শনিবার ঘানার এক যাত্রীকে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে মুম্বইয়ের শুল্ক দফতর। ভারতে মাদক দ্রব্য পাচার করতে চেষ্টা করেছিল সে। ৮৭ টি ক্যাপস্যুলের মধ্যে মাদক ভরে সেগুলি গিলে নিয়েছিল সেই ব্যক্তি। তবে কার্যসিদ্ধি হল না। তার আগেই ধরা পড়ল মুম্বই শুল্ক দফতরের হাতে।

শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, মোট ১,৩০০ গ্রাম মাদক দ্রব্য উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি টাকা। ঘানা থেকে এসেছিলেন ব্যক্তি। তাঁকে দেখে সন্দেহ হওয়ায় মুম্বইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। গত ২৮ অগস্ট তাঁকে আটক করা হয়েছিল। সেখান থেকে তাঁকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বইয়ের শুল্ক দফতরের করা একটি টুইটার পোস্টে জানানো হয়েছে, ‘যাত্রী ঘানা থেকে এসেছেন। সন্দেহভাজন মনে হওয়ায় তাঁকে মুম্বই বিমানবন্দরে আটক হন শুল্ক বিভাগের আধিকারিকদের দ্বারা। তল্লাশি চালানোর সময় তাঁর ব্য়াগে কিছু পাওয়া যায়নি। তবে তদন্তের সময় আধিকারিকরা দেখতে পায়, তিনি কোকেইন ভর্তি ৮৭ টি ক্যাপসুল খেয়ে নিয়েছেন।’

তাঁকে একটি রাজ্য় সরকার পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনদিন ধরে তিনি সেই ক্যাপসুলগুলো বের করেন। নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্য়ানসেস (NDPS) আইনের সংশ্লিষ্ট ধারায় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও তদন্ত জারি রয়েছে।

Next Article
Arvind Kejriwal To BJP Workers : ‘বিজেপিতে থেকে আপের জন্য কাজ করুন’, পদ্মভূমে ঝাড়ুর ঝড় তুলতে নয়া ‘ফন্দি’ কেজরীবালের!
Uttar Pradesh: চলন্ত টোটোতে শ্লীলতাহানি, মাঝ রাস্তায় চালককে এমন সবক শেখালেন তরুণী, ভিডিয়োতেই দেখে নিন