নয়াদিল্লি: পুণের পোর্শেকাণ্ডের ছায়া এবার গ্রেটার নয়ডায়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। আচমকা তাঁকে ধাক্কা দেয় একটি এসইউভি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। জানা যায়, গাড়িটি চালাচ্ছিল ১৭ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩০ অক্টোবর সকালে বিসরাখ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তার একপাশ দিয়ে হেঁটে চলেছেন এক মহিলা। তারপর দ্রুতগতিতে আসা এসইউভি গাড়িটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তারপরই রাস্তার অপরপাশের মহিলাকে পিষে দেয়। মহিলাকে কিছুটা টেনে নিয়ে যায় গাড়িটি। তারপর একটি পোলে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর দুর্ঘটনাস্থলেই শিল্পী নামে বছর সাতাশের ওই মহিলার মৃত্যু হয়। জানা গিয়েছে, উত্তর প্রদেশের জাটপুরায় বাড়ি তাঁর। তিনি নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।
ঘটনাস্থল থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। পলাতক চালকের খোঁজ শুরু করে। অবশেষে শুক্রবার ১৭ বছরের ওই চালককে গ্রেফতার করে। গত ১৯ মে পুণেতে এক কিশোরের পোর্শে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ২ জনের। সেই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল।