গুরুগ্রাম: নাবালিকা কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘৃণ্য এই ঘটনা ঘটেছে দেশের রাজধানীর কাছে। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এপ্রিল মাসে শেষের দিকে রাস্তায় বেরিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। সে সময়ই তাকে অপহরণ করে দুই যুবক। অপহরণ করে হরিয়ানার গুরুগ্রামে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। সেখানেই তাকে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। দিনের পর দিন অভিযুক্ত দুই যুবক নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
অপহরণ করে নাবালিকাকে গুরুগ্রামে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই কিশোরীর উপর যৌন অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। লাগাতার গণধর্ষণের জেরে নাজেহাল হয়ে পড়েন তরুণী। অভিযুক্তদের কবল থেকে মুক্ত হওয়ার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই কিশোরী। ঘটনা নিয়ে গুরুগ্রামের ডেপুটি পুলিশ সুপার মহম্মদ ফাহিম বলেছেন, “নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ১৮ এপ্রিল অপরহণ করা হয়েছিল ওই কিশোরীকে। দুই যুবক তাকে একাধিক বার গণধর্ষণ করে বলে অভিযোগ। গুরুগ্রাম থেকেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।”
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।