Civic-run Hospital: সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ জন রোগীর মৃত্যু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 13, 2023 | 8:20 PM

Thane Hospital: ২৪ ঘণ্টার মধ্যে এতজন রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Civic-run Hospital: সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ জন রোগীর মৃত্যু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রতীকী ছবি।
Image Credit source: Reuters

Follow Us

থানে: একই হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু হল ১৮ জন রোগীর। মৃত রোগীদের সকলেই প্রাপ্তবয়স্ক। তাঁদের মধ্যে ১২ জনের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। মহারাষ্ট্রের থানে (Thane) শহরে ছত্রপতি শিবাজি মহারাজা হাসপাতালে (Chhatrapati Shivaji Maharaj Hospital) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এতজন রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। অন্যদিকে, ২৪ ঘণ্টায় ১৮ জন রোগীর মৃত্যুর ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে প্রশাসনের বিরুদ্ধেই তোপ দেগেছেন NCP প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। গত কয়েক দিনে ৫ রোগীর মৃত্যুর পরেও ‘প্রশাসনের ঘুম ভাঙেনি’ বলে তোপ দেগেছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ছত্রপতি শিবাজি মহারাজা হাসপাতালের মোট ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০ জন মহিলা, ৮ জন পুরুষ। এঁদের মধ্যে ৬ জন থানে শহরের বাসিন্দা, ৪ জন কল্যাণ এলাকার, ৩ জন সাহাপুরের এবং ভিওয়ান্ডি, উলহাসনগর ও গোবান্দির একজন করে রয়েছেন। এছাড়া মৃত আরেক রোগী অন্য এলাকার বাসিন্দা এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। মৃত রোগীদের কেউ কিডনির সমস্যা, কেউ ক্রনিক প্যারালাইসিস, কেউ আলসার, কেউ সেপ্টিসিমিয়া-সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আবার কেরোসিন পান করায় বিষক্রিয়ার জেরেও একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ছত্রপতি শিবাজি মহারাজা হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে বলে রবিবার সকালেই জানিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত এবং স্থানীয় ডেপুটি পুলিশ কমিশনার গনেশ গাওদে। বিকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৮ জন রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন মৃতদের পরিবার। চিকিৎসা সঠিক হয়েছে কিনা প্রশ্ন তুলে তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা।

প্রশাসনের তরফে অবশ্য গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন থানের পুর কমিশনার অভিজিৎ ভাঙ্গার। তিনি জানান, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্বয়ং এই ঘটনার নজরদারি করছেন। স্বাস্থ্য কমিশনের নেতৃত্বে স্বতন্ত্র একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে জেলা কালেক্টর, পুরপ্রধান, স্বাস্থ্য অধিকর্তা সহ মুম্বইয়ের জে.জে হাসপাতালের দুই চিকিৎসক রয়েছেন। আগামী ২ দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

Next Article