AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament: নতুন সরকার গঠনের পর আজ প্রথম অধিবেশন, কী হয় সংসদের প্রথমদিনে?

Lok Sabha Session: লোকসভা নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন সরকার। এবার সাংসদদের শপথ নেওয়ার পালা। আজ অধিবেশনের শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাবকে লোকসভার প্রো-টেম স্পিকার হিসাবে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Parliament: নতুন সরকার গঠনের পর আজ প্রথম অধিবেশন, কী হয় সংসদের প্রথমদিনে?
ফাইল চিত্রImage Credit: ANI
| Updated on: Jun 24, 2024 | 7:30 AM
Share

নয়া দিল্লি: নিট-নেট পরীক্ষা বিতর্কে উত্তাল সারা দেশ। এরইমাঝে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। এটি সংসদের বিশেষ অধিবেশন হতে চলেছে যেখানে লোকসভা নির্বাচনে জয়ী সদস্যরা সাংসদ হিসাবে সংসদে শপথ নেবেন। এই অধিবেশনেই সংসদের দুই কক্ষের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

কী হবে আজকের অধিবেশনে?

লোকসভা নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন সরকার। এবার সাংসদদের শপথ নেওয়ার পালা। আজ অধিবেশনের শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাবকে লোকসভার প্রো-টেম স্পিকার হিসাবে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরে বিজেপি সাংসদরা সকাল ১১টায় সংসদে পৌঁছবেন এবং অধিবেশন শুরুর আহ্বান জানাবেন।

প্রথমদিনে নির্বাচিত  সাংসদরা নীরবতা পালনের পর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সকল নির্বাচিত সাংসদদের তালিকা পেশ  করবেন। এরপর প্রোটেম স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকসভার দলনেতা হিসাবে শপথ পাঠের জন্য আহ্বান জানাবেন। এরপরে প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য রাষ্ট্রপতির সুপারিশে সদস্যদের শপথ পাঠ করানো হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি প্রোটেম স্পিকারের সহকারী হিসাবে কংগ্রেসের সুরেশ, ডিএমকে-র টিআর বালু, বিজেপির রাধামোহন সিং, ফাগন সিং কুলাস্তে এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের নাম সুপারিশ করেছেন।

চেয়ারপার্সনদের শপথের পর প্রোটেম স্পিকার মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। আগামী দুইদিন ধরে সংসদে কেবল প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানো হবে।

আগামী ২৬ জুন লোকসভায় স্পিকার নির্বাচন। এরপর রাষ্ট্রপতি আগামী ২৭ জুন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন নিয়ে ২৮ জুন থেকে আলোচনা শুরু হবে। আগামী ২ বা ৩ জুলাই সংসদে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

এরপরে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। আগামী ২২ জুলাই থেকে বাজেট পেশের জন্য ফের অধিবেশন শুরু হতে পারে।