মুম্বই: মৃত্যু এভাবেও আসে! চাইনিজ ভেল বানাতে গিয়ে গ্রাইন্ডারে পিষে মৃত্যু হল এক যুবকের। রাস্তার ধারের ফুড কার্টে খাবার তৈরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। দেখে স্তম্ভিত পুলিশও।
১৯ বছরের সূরজ নারায়ণ যাদব ঝাড়খণ্ডের বাসিন্দা। পেটের টানে মুম্বইয়ে এসেছিলেন। ওরলিতে একটি চাইনিজ ফাস্টফুডের দোকানে কাজ করতেন। যন্ত্রপাতি সম্পর্কে তাঁর সম্যক জ্ঞান ছিল না। দোকানের মালিক তাঁকে চাইনিজ ভেল ও মাঞ্চুরিয়ান বানানোর সমস্ত উপকরণ গ্রাইন্ডার মেশিনে দিতে বলেছিলেন কুচি করার জন্য।
ওই যুবকও সেই কথা মতোই কাজ করে। কিন্তু বিপত্তি ঘটে মেশিন অন করতেই। তাঁর শার্ট আটকে যায় ওই গ্রাইন্ডারে। মেশিন অন হতেই শাক-সবজি, মাংসের সঙ্গে সূরজকেও টেনে নেয়। নিমেষের মধ্যে ওই মেশিনে আটকে, পিষে মৃত্যু হয় যুবকের। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনাটি। পুলিশ দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে।