চণ্ডীগঢ়: সাতসকালেই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। সংঘর্ষ দুই মালগাড়ির। জোরাল সংঘর্ষে লাইনচ্যুত হয়ে উল্টে যায় দুটি মালগাড়িই। দুমড়ে-মুচড়ে যায় একের পর এক বগি। একটি মালগাড়ির ইঞ্জিন উঠে যায় উল্টোদিক থেকে আসা অপর মালগাড়ির বগির উপরে। দুর্ঘটনায় গুরুতর জখম দুই মালগাড়ির লোকো পাইলট।
জানা গিয়েছে, রবিবার সকালে পঞ্জাবের শিরহিন্দের কাছে মাধোপুরে দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরাল ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুড়ির টিনের দুমড়ে মুচড়ে যায় মালগাড়ির কামরাগুলি। মালগাড়ির কামরার উপরে উঠে যায় উল্টোদিক থেকে আসা মালগাড়ির ইঞ্জিন। একাধিক কামরার চাকা ভেঙে গিয়েছে।
#WATCH | Punjab: Two goods trains collided near Madhopur in Sirhind earlier this morning, injuring two loco pilots who have been admitted to Sri Fatehgarh Sahib Civil Hospital. pic.twitter.com/0bLi33hLtS
— ANI (@ANI) June 2, 2024
ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। দুটি মালগাড়ির লোকো পাইলটই গুরুতর জখম। তাদের উদ্ধার করে শ্রী ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মালগাড়ির বদলে যদি এটি যাত্রীবাহী ট্রেন হত, তবে ভয়াবহ পরিণাম হতে পারত বলেই আশঙ্কা করা হচ্ছে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, সিগন্যালিংয়ের সমস্যা বা ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।