নয়া দিল্লি: করোনা পরিস্থিতিতে অক্সিজেন মিলছে না দেশের বহু হাসপাতালে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সামনে আসছে একের পর এক অভিযোগ। যার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করেন বৃহস্পতিবার। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল। অক্সিজেনের জন্য ক্ষুদ্ধ এক ব্যক্তিকে ‘দুটো চড় খাবে’ বলে বিতর্কে জড়ালেন তিনি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।
ক্যামেরার সামনেই প্রহ্লাদ পটেল কে ওই মন্তব্য করতে শোনা গিয়েছে। যদিও মন্ত্রীর দফতর থেকে দাবি করা হয়েছে, আদতে চিকিৎসকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা থেকে বিরত করতেই ওই ব্যক্তির সঙ্গে ভাষায় কথা বলেন বিজেপির মন্ত্রী।
ভিডিওতে শোনা যাচ্ছে ওই ব্যক্তি তার আত্মীয়ের জন্য অক্সিজেন না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি চিৎকার করে বলছেন, ‘ওরা অক্সিজেন সিলিন্ডার দেবে বলছে কিন্তু দিচ্ছেনা। ওরা যে অক্সিজেন দিতে পারবে না সেটা বলে দিন। আর এই ব্যক্তির কথাতেই ক্ষুব্ধ হন প্রহ্লাদ পটেল।
ওই ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন মন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, ‘আয়সে বোলেগা তো দো খায়েগা’, অর্থাৎ এ ভাবে বললে দুটো চড় খাবে। মন্ত্রী ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ‘তোমাদের কি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়নি।’ উত্তরের ওই ব্যক্তি বলেন, ‘না দেওয়া হয়নি। শুধু পাঁচ মিনিটের জন্য একটা সিলিন্ডার দেওয়া হয়েছিল। এর থেকে ভালো আপনারা না বলে দিন।’
তবে এই ভিডিওটির ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি করা হয়েছে মন্ত্রীর অফিসের তরফে। সেখান থেকে বলা হয়েছে একটি ছোট ভিডিও প্রকাশ করে মন্ত্রীর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রহ্লাদ পটেল কাউকে হুমকি দেননি বলে মন্তব্য করা হয়েছে। মধ্যপ্রদেশের দামো জেলার ওই হাসপাতালে গত মঙ্গলবার অক্সিজেন সিলিন্ডার লুট করার ঘটনাও সামনে আসে। দেখা যায় আক্রান্ত ব্যক্তিদের আত্মীয়রা স্টোর রুম তোলপাড় করে অক্সিজেন সিলিন্ডার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: ‘একই ভ্যাকসিনের তিনরকম দাম!’ ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি সোনিয়ার
বর্তমানে মধ্যপ্রদেশের দামও জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩২০। মধ্যপ্রদেশের একাধিক শহরে কার্ফু জারি করা হয়েছে, নতুন করে লাগু হয়েছে কোভিড বিধি।