‘একই ভ্যাকসিনের তিনরকম দাম!’ ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি সোনিয়ার

সম্প্রতি করোনা (COVID19) নিয়ন্ত্রণে আনতে খোলা বাজারে ভ্যাকসিন (Vaccine) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তারপরই বাড়ানো হয়েছে দাম।

'একই ভ্যাকসিনের তিনরকম দাম!' ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি সোনিয়ার
মোদীকে চিঠি দিলেন সোনিয়া
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 8:19 PM

নয়া দিল্লি: সম্প্রতি করোনা পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিনের (COVID vaccine) পলিসিতে কিছু পরিবর্তন এনেছে কেন্দ্র। ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা থেকে সরাসরি খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে এবার কেন্দ্রকে ভর্ৎসনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সরকার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

নতুন পলিসি অনুযায়ী,ভ্যাকসিনের যোগান কে দুই ভাগে ভাগ করেছে কেন্দ্র। ৫০ শতাংশ থাকবে সরকারের হাতে আর বাকি  ৫০ শতাংশ বিক্রি হবে খোলা বাজারে। সে ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল বা বিভিন্ন রাজ্যের সরকার সরাসরি উৎপাদনকারী সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরই ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’ তাদের কোভিড ভ্যাকসিনের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে রাজ্য সরকারের জন্য ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে জন্য ৬০০ টাকা ধার্য করেছে। আর সেই দাম নিয়ে প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা একটি চিঠিতে তিনি বলেছেন, ‘কেন এভাবে একই ভ্যাকসিনের দাম তিন রকম ধার্য করা হচ্ছে? সরকার কিভাবে এই দামের ক্ষেত্রে অনুমোদন দিচ্ছে?’ চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘এরকম একটা সময় যখন হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে না, জরুরি ওষুধপত্র মিলছে না, সেখানে সরকারের এই ধরনের অসংবেদনশীল সিদ্ধান্তে শিলমোহর দেওয়া উচিত নয়।’ ভ্যাকসিনের দামের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন।

শুধু সোনিয়া গান্ধী নয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার লেখা চিঠিতে মমতা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন কেন রাজ্য সরকারকে কেন্দ্রের তুলনায় ১৬৭ শতাংশ বেশি টাকা ব্যয় করে করোনার টিকা কিনতে হবে?

আরও পড়ুন: ‘কেন্দ্রকে কিনলে ১৫০ টাকা, রাজ্যের বেলায় ৪০০ কেন?’ ভ্যাকসিনের দাম দিয়ে অসন্তুষ্ট মমতা, চিঠি মোদীকে

উল্লেখ্য খোলাবাজারে ভ্যাকসিন বিক্রির পাশাপাশি, অপর একটি সিদ্ধান্তে কেন্দ্র জানিয়েছে যে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিরা ভ্যাকসিন নিতে পারবেন।