J&K Encounter: রাতভর চলা এনকাউন্টারে অবশেষে সাফল্য, পুলওয়ামায় নিকেশ লস্কর কম্য়ান্ডার সহ ২ জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 21, 2023 | 8:38 AM

Terrorist Killed: রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে দুইজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ স্থানীয় কম্যান্ডার।

J&K Encounter: রাতভর চলা এনকাউন্টারে অবশেষে সাফল্য, পুলওয়ামায় নিকেশ লস্কর কম্য়ান্ডার সহ ২ জঙ্গি
উপত্য়কায় অভিযান সেনাবাহিনীর।
Image Credit source: ANI

Follow Us

শ্রীনগর: রাতভর সংঘর্ষ চলার পর অবশেষে সাফল্য। জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পুলওয়ামায় এনকাউন্টারে (Encounter) দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী (Security Force)। রবিবার রাত থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল উপত্যকা। রাতভর সেই সংঘর্ষ চলে। সোমবার সকালে সেনা সূত্রে জানানো হয়, এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)-র শীর্ষ স্থানীয় কম্যান্ডার বলেই মনে করা হচ্ছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

রবিবারই কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গোপন সূত্রে আগেই খবর মিলেছিল, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের ধরতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয়।

এ দিন সকালে সেনার তরফে জানানো হয়, রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে দুইজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ স্থানীয় কম্যান্ডার। তবে তাদের দেহ এখনও উদ্ধার করা যায়নি, ফলে পরিচয়ও জানা যায়নি।

এর আগে দুই সপ্তাহ আগেই, গত ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলাতেও যৌথভাবে জঙ্গি দমন অভিযান চালিয়েছিল সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশ। ওই এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করা হয়। তার আগের দিনও জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল। সেই অভিযানে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন তিনজন সেনাকর্মী। পরে চিকিৎসা চলাকালীন তিনজনেরই মৃত্যু হয়।

Next Article