শ্রীনগর: উপত্যকায় বারংবার মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসবাদ। পরিযায়ী শ্রমিকদের পর এবার নিশানায় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ার থেকে দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহৃত হব। পরে তাদের হত্যাও করে জঙ্গিরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দিন কয়েক আগেই শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহরণ করে হত্যা করল জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজ়ির আহমেদ ও কুলদীপ কুমার নামক দুই নিরাপত্তারক্ষীকে মুঞ্জলা ধর জঙ্গল থেকে অপহরণ করে জঙ্গিরা। জঙ্গলে তারা গরু চড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদের অপহরণ করে খুন করে জঙ্গিরা। সেনার তরফে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
জইশ-ই-মহম্মদের শাখা প্রতিষ্ঠান কাশ্মীর টাইগারস এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে। চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহের ছবিও পোস্ট করেছে তারা।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।