G20 Meet: ৫৬ টি শহের ২০০ টি বৈঠক, জি২০ সভাপতিত্ব নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 27, 2022 | 6:45 AM

G20 Meet: ভারতের জি২০ সভাপতিত্ব নিয়ে সোমবার বিজেপির প্রধান কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে বিস্তারিত উপস্থাপনা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

G20 Meet: ৫৬ টি শহের ২০০ টি বৈঠক, জি২০ সভাপতিত্ব নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: এক বছরের জন্য জি২০ সভাপতিত্ব (G20 Presidency) গ্রহণ করেছে ভারত (India)। এক বছর সময়কালে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক জি২০ বৈঠকের আয়োজন করা হবে। আর ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ সম্মেলন। এদিকে জি২০ সভাপতিত্ব পাওয়ার পরই সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে অংশ নেন দেশের বিরোধী দলগুলিও। ভারতের জি২০ সভাপতিত্বকে সফল করে তুলতে সাহায্যের আশ্বাস দিয়েছিল সব বিরোধী দলগুলিই। এখন শুধু বৈঠকের পালা। এই মর্মে গতকাল ভারতীয় জনতা পার্টির (BJP) মুখপাত্রকে বিস্তারিত উপস্থাপনা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এই গ্লোবাল ইভেন্টে সাফল্য়ও নিশ্চিত করতে বলেন তিনি।

এ দিন জি২০ এর প্রস্তুতি নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন এস জয়শঙ্কর। বিজেপির প্রধান কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও টেকনোলজি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিজেপির মুখপাত্র ও প্যানেলিস্টদের সামনেই তিনি ভারতের কাছে জি২০ কতটা তাৎপর্যপূর্ণ তার ব্যাখ্যা দেন। সূত্রের খবর, এই বৈঠকে জি২০ এর বিভিন্ন অনুষ্ঠানে দলের কী ভূমিকা হবে এবং প্রস্তুতিতেই বা দল কীভাবে অংশগ্রহণ করবে তা নিয়ে উপস্থাপনা দেন জয়শঙ্কর ও চন্দ্রশেখর। বিভিন্ন সামাজিক গোষ্ঠীও জি২০ এর প্রস্তুতিতে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে।

এক বছর ধরে দেশের ৫৬ টি শহরে মোট ২০০ টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোন কোন শহরে তা অনুষ্ঠিত হবে সেই শহরের নামও চূড়ান্ত করা হয়েছে। এই জি২০ বৈঠকের তিনটি বিষয় বা থিম থাকবে। ডিজিটাল রূপান্তর, সবুজ উন্নয়ন, যুব, মহিলা ও কৃষকদের ক্ষমতায়ন। সূত্র মারফত জানা গিয়েছে, “বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবং আঞ্চলিক উৎসব তো থাকবেই। এইসব অনুষ্ঠানের সময় দেশীয় প্রযুক্তি তুলে ধরা হবে। স্থানীয় স্ন্যাকস পরিবেশন করা হবে। জি২০ ইভেন্টের সময় অতিথিদের এক জেলা এক পণ্য উপহার হিসেবে দেওয়া হবে। এই অনুষ্ঠানগুলিতে রাজ্যগুলিকে তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে সামাজিক গোষ্ঠী এবং সাধারণ জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা হবে।”

প্রসঙ্গগত, ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জি২০-র সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। আর এই সভাপতিত্বের মেয়াদে দেশের ৫০ টিরও বেশি শহরে ২০০ টির বেশি অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা, মহিলাদের ক্ষমতায়ন এবং সাস্টেইনেবল সোসাইটি নিয়ে ইতিমধ্যেই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এদিকে এই মাসের প্রথম দিকেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জি২০-র সভাপতিত্ব নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই বৈঠকে বলেন, ভারতের ক্ষমতা প্রদর্শনের জন্য এক অনোন্য সুযোগ এই জি২০। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, জি২০ সভাপতিত্বকে তিনি একটি “জাতীয় স্তরে উদযাপন” হিসেবে তুলে ধরতে চান।

Next Article