নয়া দিল্লি: দুদিনের সফরে মণিপুরে যাচ্ছে বিজেপির বিরোধী দলগুলির প্রতিনিধিরা। ২১ জন সাংসদ দিল্লি থেকে রওনা হয়েছেন ইতিমধ্যেই। দুপুর ১২টা নাগাদ তাঁরা মণিপুরে পৌঁছবেন। প্রতিনিধি দলে রয়েছেন মোট ২১ জন সাংসদ। রয়েছে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী প্রমুখ। জানা গিয়েছে মণিপুরে পৌঁছে ওই সাংসদেরা দু’টি দলে ভাগ হয়ে উপদ্রুত এলাকা চুরাচান্দপুরে যাবে। সারাদিন বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর শনিবার রাতে সাড়ে ৮টায় সাংবাদিক বৈঠক করবে সংসদীয় প্রতিনিধি দল।
রবিবার মণিপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন ‘ইন্ডিয়া'(I.N.D.I.A) জোটের প্রতিনিধিরা। আগেই সংসদীয় প্রতিনিধি দলের সফর সম্পর্কে জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বিরোধীরা। রাজ্য সরকারের কাছে হেলিকপ্টারও চাওয়া হয়েছে। সন্ত্রাস কবলিত প্রান্তিক এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছেন সাংসদেরা। তবে হেলিকপ্টার পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সফরের অনুমতি মিলেছে বলে দাবি সাংসদদের। সূত্রের খবর, এই প্রতিনিধি দল দুটি রিলিফ ক্যাম্পেও যাবে। সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তাঁরা।
বাদল অধিবেশনে শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। অশান্ত মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চেয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। কিছুদিন আগে মণিপুর পরিদর্শন করে এসেছেন তৃণমূলের একটি প্রতিনিধি দলও। উল্লেখ্য, গত মাসেই মণিপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সুস্মিতা দেব, অধীর চৌধুরী ছাড়াও ওই প্রতিনিধি দলে রয়েছেন গৌরব গগৈ, কে সুরেশ, ফুলো দেবী নেতাম, রাজীব রঞ্জন লালন সিং, কানিমোঝি, সন্তোষ কুমার, এ এ রহিম, মনোজ কুমার ঝা, জাভেদ আলি খান, মহুয়া মাজি, পিপি মহম্মদ ফইজল, অনীল প্রসাদ হেগড়ে, ইটি মহম্মদ বসির, এনকে প্রেমচন্দ্রন, সুশীল গুপ্তা, অরবিন্দ সাবন্ত, ডি রাজীব কুমার, থিরু থোল থিরুমাভালাভন, জয়ন্ত সিং।