Bizarre Crime: স্বামীকে খুন করে মৃতদেহের পাশেই স্ত্রীকে ‘ধর্ষণ’ যুবকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 04, 2023 | 9:47 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন শুকলাল (৪২) ও তাঁর স্ত্রী। সে সময়ই তাঁদের ঘোরে ঢোকে কার্তিক (২১) নামের এক যুবক। এর পর শুকলালের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় কার্তিকের।

Bizarre Crime: স্বামীকে খুন করে মৃতদেহের পাশেই স্ত্রীকে ‘ধর্ষণ’ যুবকের
প্রতীকী ছবি।

Follow Us

রায়পুর: স্বামীকে খুন করে স্বামীর দেহের পাশেই স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের অম্বিকাপুরে। স্বামীকে খুন ও স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন শুকলাল (৪২) ও তাঁর স্ত্রী। সে সময়ই তাঁদের ঘোরে ঢোকে কার্তিক (২১) নামের এক যুবক। এর পর শুকলালের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় কার্তিকের। তখন রডে করে শুকলালকে মারতে থাকেন কার্তিক। এর জেরে সেখানেই মৃত্যু হয় শুকলালের। আঘাতের জেরে শুকলালের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে। শুকলালকে খুনের পর কার্তিকের নজর গিয়ে পড়ে তাঁর স্ত্রীর উপর। শুকলালের মৃতদেহের পাশেই তাঁর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কার্তিকের বিরুদ্ধে।

এর পর শুকলালের স্ত্রী অভিযোগ দায়ের করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Next Article