Physical Assault: হঠাৎ ঢুকে পড়ে অন্য রাস্তায়, যুবতীকে ‘ধর্ষণ’ অ্যাপ বাইক চালকের, অত্যাচারের পর ছেড়ে এল বাড়িও!
Crime News: ২২ বছর বয়সী ওই যুবতী সোমবার রাতে পাক্কিকারনাই অবধি বাইক বুক করেছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। বাইকে যাওয়ার সময়ই যুবতী ওই বাইক চালককে অনুরোধ করে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। তাঁর বাইকেই নিজের বাড়ি ফিরে যাবে।

চেন্নাই: বাড়ি ফেরার জন্য বাইক বুক করেছিলেন। সেই বাইক চালকই ‘ধর্ষণ’ করলেন যুবতীকে। ধর্ষণের পর অভিযুক্ত আবার নির্যাতিতাকে বাড়িও ছেড়ে আসে। বিষয়টি সামনে আসতেই একদিনের মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ অভিযুক্তের বাইকও বাজেয়াপ্ত করেছে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইতে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতেও পেশ করা হয়েছে এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সী ওই যুবতী সোমবার রাতে পাক্কিকারনাই অবধি বাইক বুক করেছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। বাইকে যাওয়ার সময়ই যুবতী ওই বাইক চালককে অনুরোধ করে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। তাঁর বাইকেই নিজের বাড়ি ফিরে যাবে।
প্রায় মধ্য রাত হয়ে যায় বন্ধুর সঙ্গে দেখা করে ফিরতে। ওই রাতে বাইকে চেপে যুবতী যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় অভিযুক্ত অন্য় রুট নেয়। যুবতী কারণ জানতে চাইলে তাঁকে হুমকি দেয় এবং যুবতীকে ধর্ষণ করে। শারীরিক অত্য়াচারের পর অভিযুক্ত গিয়ে যুবতীকে বাড়ি ছেড়ে আসে।
যুবতী বাড়ি ফিরতেই তাঁর স্বামীকে ফোন করে গোটা ঘটনা জানান এবং পরে পুলিশে এফআইআর দায়ের করেন। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এরপরে ওইদিনই অর্থাৎ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে জেরা করা হচ্ছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
