নয়া দিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২১ জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
অন্যদিকে, ওমিক্রনের পাশাপাশি দেশে পাল্লা দিয়ে বেড়েছে ক্রমাগত বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২ লাখ ৩৮ হাজার ১৮ । এই নিয়ে মোট ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে নিয়ন্ত্রণেই আছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের মৃত্যু হয়েছে।
তবে আক্রান্তের নীরিখে এখনও দেশের দক্ষিণের রাজ্যগুলিই এগিয়ে। তার মধ্যে প্রথমে রয়েছে কর্নাটক। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৫৭ জন। মৃত্যু হয়েছে তার ২০ জনের। তার মধ্যে মোট ৬৯ জন আক্রান্ত ওমিক্রনে। সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। একদিনে আক্রান্তের হয়েছেন ৩৯ হাজার ২০৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। সেই রাজ্যে ওমিক্রনের আক্রান্ত হয়েছেন ৩৭১ জন। তৃতীয়স্থানে রয়েছে কেরল। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৮১ জন। মৃত্যু হয়েছে ১২২ জনের। একদিনে ৫০ জন আক্রান্ত হয়েছেন।
ফের রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ। তবে পজিটিভিটি রেট নিয়ে রয়েছে স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ৪৩০। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৩ হাজার ৩০৮ জন। শতাংশের বিচারে ৯০.৮৩। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮২৪। পজিটিভিটি রেট ১৯.৩৮ শতাংশ।
সার্বিকভাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার নমুনা পরীক্ষা বেড়েছে। সেই সঙ্গে সংক্রমণের সংখ্যাও বেড়েছে। তবে কিছুটা স্বস্তি দিয়েছে পজিটিভিটি রেট। সোমবারের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। তবে মৃত্যু নিয়ে উদ্বেগ বহাল রয়েছে। ৩৪ জনের মধ্যে ২৬ জনের কো-মর্বিডিটি ছিল, ৮ জনের মৃত্যুর কারণ মূলত করোনা।