Booster Dose: ‘দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদন দিন’, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন IMA-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 27, 2022 | 1:09 PM

দেশবাসীকে কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন IMA-র বিশেষজ্ঞরা। সকলের মাস্ক পরা জরুরি বলেও জানিয়েছেন তাঁরা।

Booster Dose: ‘দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদন দিন’, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন IMA-র
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: চিনের পাশাপাশি জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতেও ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কোভিড পরিস্থিতি। তাই ঝুঁকি এড়াতে এবার দ্বিতীয় বুস্টার ডোজ় অনুমোদনের আবেদন জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে বৈঠকেই এই আবেদন জানিয়েছেন IMA-র বিশেষজ্ঞরা। অন্যদিকে, কোভিড মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে দিল্লির সফদরজং হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

জানা গিয়েছে, কোভিডের নতুন ঢেউ রুখতে সোমবার IMA-র বিশেষজ্ঞ সহ প্রায় ১০০ জন স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি নিজে টুইট করে এই বৈঠকের কথা জানিয়েছেন। সেই বৈঠকেই কোভিড ঠেকাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চান স্বাস্থ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই IMA-র বিশেষজ্ঞরা দেশবাসীকে কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ় অর্থাৎ দ্বিতীয় বুস্টার ডোজ় অনুমোদনের প্রস্তাব দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর IMA-র প্রাক্তন প্রেসিডেন্ট ডা. জয়ালাল বলেন, “স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধাদের শেষ বুস্টার ডোজ় দেওয়া হয়েছে প্রায় এক বছর আগে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তাই আমরা জনগণকে, বিশেষত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির কোভিডযোদ্ধাদের চতুর্থ প্রিকশনারি ডোজ় দেওয়ার আবেদন জানাচ্ছি। যাঁরা কোভিড রোগী সামলান তাঁদের ঝুঁকি অনেক বেশি।”

কোভিডের নতুন ঢেউ ঠেকাতে বুস্টার ডোজ় জরুরি জানিয়ে IMA-র ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. সাহজানন্দ প্রসাদ সিং বলেন, “দেশের মাত্র প্রায় ৩০ শতাংশ জনগণের বুস্টার ডোজ় হয়েছে। অধিকাংশ জনগণকে প্রিকশনারি ডোজ় দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই তবে পর্যবেক্ষণ বাড়ানো জরুরি।”

স্বাস্থ্যমন্ত্রী অবশ্য দ্বিতীয় বুস্টার ডোজ় অনুমোদন প্রসঙ্গে কিছু বলেননি। তবে দেশবাসীকে কোভিড সতর্কতা মেনে চলার আবেদন জানিয়েছেন। পাশাপাশি কোভিড নিয়ে ভুল তথ্য না ছড়ানোর বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, দেশবাসীকে কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন IMA-র বিশেষজ্ঞরা। সকলের মাস্ক পরা জরুরি বলেও জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, ইতিমধ্যে ভারতে কোভিডের নয়া উপ-প্রজাতির হদিশ মিলেছে। দিন কয়েক আগে গুজরাট ও ওড়িশায় ৪ জনের আক্রান্ত হয়েছিলেন। যদিও তাঁরা সকলেই সুস্থ হয়ে গিয়েছেন। তবে বিদেশ ফেরত কয়েকজন কোডিড আক্রান্তের হদিশ মিলেছে। যার মধ্যে একজন কলকাতাতেও রয়েছেন। যদিও তাঁরা কোভিডের কোন প্রজাতিতে আক্রান্ত তা এখনও স্পষ্ট নয়। তবে কোভিডের নয়া উপ-প্রজাতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

Next Article