Physical Harassment: দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, নাবালিকা অন্তঃসত্ত্বা হতেই অন্য ফন্দি আঁটল অভিযুক্তরা
Physical Tortured: পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নিজেদের অপরাধ ঢাকা দিতে কিশোরীকে জীবন্ত কবর দেওয়ার পরিকল্পনা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীকে গর্ভপাতের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে ডাকেন অভিযুক্তরা।

ভুবনেশ্বর: নৃশংস। এক কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। তাদের সঙ্গে আরও এক যুবক কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ। শুধু তাই নয়। ১৫ বছরের ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। ঘটনাটি ওড়িশার জগৎসিংপুর জেলার। অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নিজেদের অপরাধ ঢাকা দিতে কিশোরীকে জীবন্ত কবর দেওয়ার পরিকল্পনা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীকে গর্ভপাতের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন অভিযুক্তরা। নির্যাতিতাকে একটি জায়গায় ডেকে পাঠান। সেখানে যেতে সম্মত হয় কিশোরী। সেখানে গিয়ে কিশোরী দেখে, একটি গর্ত খোঁড়া রয়েছে। তাকে অভিযুক্তরা হুমকি দেন, তাঁদের কথা মতো গর্ভপাতে রাজি না হলে তাকে জীবন্ত কবর দেবেন।
কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসে কিশোরী। সব ঘটনা জানায় তার বাবাকে। জেলা সদর হাসপাতালে তার মেডিক্যাল পরীক্ষা হয়। কুজঙ্গ পুলিশ স্টেশনে কিশোরীর বাবা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। আর এক অভিযুক্ত পলাতক।
এই নিয়ে জগৎসিংপুর জেলায় এক সপ্তাহে দ্বিতীয় ধর্ষণের মামলা দায়ের হল। গত মঙ্গলবার এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই কিশোরী। তাকে অপহরণ করে একটি খামারবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গত এক মাসে ওড়িশায় কমপক্ষে ১২টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

