নয়া দিল্লি: রোজকার মতোই কাজ চলছিল কারখানায়। কর্মীরা ওঠানামা করতে লিফটে (Lift) উঠতেই ঘটল বিপত্তি। হঠাৎ ছিড়ে পড়ে গেল লিফ্ট। দুর্ঘটনায় তিনজন মারা গিয়েছেন, আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির (Delhi) নারায়ণ ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। সেখানের একটি গুটকা ফ্যাক্টরিতে লিফট ছিড়ে যায়। দুর্ঘটনার পরই লিফটের ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়া দিল্লির একটি গুটখা কারখানায় রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। কয়েকজন শ্রমিক যখন লিফটে করে উপরে উঠছিলেন, সেই সময় হঠাৎ লিফটটি ছিড়ে পড়ে। যে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে, তারা হলেন কুলওয়ান্ত সিং (৩০), দীপক কুমার (২৬), সানি (৩৩)। আহত শ্রমিকের নাম সূরজ (২৪)। তিনি বর্তমানে দিল্লির বিএলকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, ওই লিফটটি বহু পুরনো। প্রায় সময়ই লিফটের সমস্যাও দেখা দিত। কারখানার মালিকদের এই বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি। রবিবার রাতে প্যাকেজিংয়ের জন্য বাক্স আনতে কারখানার উপরের তলে যাচ্ছিলেন চার-পাঁচজন শ্রমিক। সেই সময়ই হঠাৎ লিফটটির দড়ি ছিড়ে যায়, মাটিতে আছড়ে পড়ে লিফটটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের। আহত হন আরও একজন।
এক শ্রমিক জানান, রাতের শিফটে যখন তারা কাজ করছিলেন, তখন হঠাৎই কানে একটি বিকট শব্দ আসে। সঙ্গে সঙ্গে তারা লিফটের দিকে ছুটে যান। গিয়ে দেখতে পান, দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে লিফটটি। কোনওমতে দরজা খুলে আহত শ্রমিকদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশেও। ইতিমধ্যেই ওই গুটখা কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।