ভোপাল: জমি সংক্রান্ত ঝামেলা। তা নিয়ে রীতিমতো খণ্ডযুদ্ধ চলল দুই দলের মধ্যে। লাঠি, বাঁশ নিয়ে মারামারি পাশাপাশি দুই পক্ষের মধ্যে গুলি চলেছে বলেও অভিযোগ। সেই সঙ্গে হয়েছে বোমাবাজি। এই হিংসাত্মক ঘটনার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছেন তিন মহিলা। চার মহিলা-সহ মোট পাঁচ জন এই গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। শুক্রবার এই ঘটনা ঘটেছে মধ্য প্রদেশের মোরেনা জেলার লেপা গ্রামে। এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দু’পক্ষের লড়াইয়ের দৃশ্য ধরা পড়েছে।
জানা গিয়েছে, ধীর সিং ও গজেন্দ্র সিংয়ের পরিবারের মধ্য পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। তা নিয়ে ধীর সিংয়ের পরিবারের দুই সদস্য খুন হয়েছিলেন ২০১৩ সালে। সেই খুনের অভিযোগ উঠেছিল গজেন্দ্রের পরিবারের বিরুদ্ধে। সেই ঘটনার জল গড়িয়েছিল আদালতে। তখন আদালত বিষয়টি মীমাংসা করে। শুক্রবার সকালে ধীর সিং ও গজেন্দ্র সিংয়ের পরিবারের লোকেদের মধ্যে ঝামেলসা বাধে। জানা গিয়েছে, গজেন্দ্রর পরিবারের লোকেদের মারধর করে ধীর সিংয়ের লোকেরা। ধীর সিংয়ের দলের সদস্য শামু ও অজিত গুলি চালান বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ করে গজেন্দ্রর দলবল। এর পরই শুরু হয় দুপক্ষের লড়াই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও।
Broad daylight horror in MP’s Morena district. 6 members of a family, including 3 men and 3 women murdered in full public glare in Lepa village by other group over an old land dispute. 2 men injured also. @NewIndianXpress @TheMornStandard @santwana99 @Shahid_Faridi_ pic.twitter.com/JkbFQyTruq
— Anuraag Singh (@anuraag_niebpl) May 5, 2023
ঘটনা নিয়ে রাইসিং নারওয়ারিয়া নামের পুলিশের এক উচ্চ পদস্থ অফিসার বলেছেন, “দুপক্ষের মধ্যে গুলি চালনার ঘটনা ঘটেছে। এর জের তিন জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।”