নয়া দিল্লি: কারোর বয়স ১৬, কারোর বয়স ১৭। তাঁরাই নাকি পাকা অপরাধী। মাঝরাস্তায় এক যুবককে ধরে কোপাল তিন কিশোর। এতেই থামেনি তাঁরা। প্রমাণ লোপাট করতে তাঁর দেহ শুকনো ঘাস ও কাপড়ে চাপা দিয়ে জ্বালিয়ে দিল। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির বুকে।
গত ২৩ ডিসেম্বর দিল্লির হজরত নিজামুদ্দিন এলাকায় কুশরো পার্কের পাশ থেকে একটি আধপোড়া দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায়, তিন কিশোর মিলেই বছর পঁচিশের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে খুন করছে।
সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত তিন কিশোরকে চিহ্নিত করা হয়। রবিবার তাদের আটক করে পুলিশ। তবে অভিযুক্তদের জেরা করে উঠে আসে চাঞ্চল্য়কর তথ্য। জানা যায়, অভিযুক্ত তিন কিশোরের মধ্যে একজনকে যৌন হেনস্থা করেছিল নিহত ওই যুবক। তার প্রতিশোধ নিতেই ২৩ ডিসেম্বরের রাতে ওই যুবককে তিনজন মিলে খুন করে।
পার্কের পাশে ওই যুবককে কুপিয়ে খুন করার পর প্রমাণ লোপাট করতে শুকনো ঘাস ও পরিত্যক্ত কাপড় জোগাড় করে অভিযুক্তরা। ঘাস দিয়ে দেহ চাপা দিয়েই আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। কিন্তু পোড়া গন্ধ ছড়িয়ে পড়তেই পালিয়ে যায় অভিযুক্তরা। এদিকে পোড়া গন্ধ পেয়েই এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে এসে পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের জেরা করে খুনে ব্য়বহৃত অস্ত্র, পাথর ও লাঠি উদ্ধার করা হয়েছে।