মুম্বই: স্কুলের খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন পড়ুয়ারা। প্রায় ৩০ জন্য পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার তুমসার শহরের ইরালি আশ্রম স্কুলে বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার ওই আশ্রম স্কুলে খাবার খাওয়ার পর থেকে কয়েক জন ছাত্র অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা, বমি করতে থাকে ছাত্ররা। এর পরই তাদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। খাবারে বিযক্রিয়ার জেরেই ঘটনা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা নিয়ে ভান্ডারা জেলার স্বাস্থ্য অফিসার মিলিন্দ কোমকুয়ার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “আশ্রম স্কুলের কিছু ছাত্রের বমি, পেটে ব্যথা, জ্বরের অভিযোগ এসেছে। এর পর জেলা স্বাস্থ্য দফতরের একটি দল ওই আবাসিক স্কুলের ৩২৫ জন ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করেছে। ৩০ জন ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে।” তিনি আরও বলেছেন, “আমাদের সন্দেহ হস্টেলের খাবারে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছে পড়ুয়ারা। তবে তাদের অবস্থার উন্নতি হয়েছে।”
স্বাস্থ্য দফতরের তরফে ওই হস্টেলের খাবার এবং জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হবে।