নিউ দিল্লি: গত কয়েকদিনের পর আবার উর্ধমুখী করোনা গ্রাফ। ৩০ হাজার ছাড়াল করোনা সংক্রমণ। গতকাল অবধিও সংক্রমণ তিরিশ হাজারের নীচে ঘোরাফেরা করছিল করোনা রিপোর্ট। এরপর আজ সংখ্যাটা সামান্য বেড়ে গিয়েছে ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৭ হাজার ১৭৬ জন। এক সপ্তাহ আগেও এই সংখ্যাটা বেড়ে গিয়ে প্রায় ৪৫ হাজারের গণ্ডি ছুঁয়েছিল। এরপর এক ধাক্কায় তা কমে দাঁড়ায় ৩৩ হাজারে। পরপর চারদিন সংখ্যাটা ৩০ হাজারের নীচেই রইল। আজ আবার সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ছাড়াল। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৩২৫ জন। গতকাল ছিল ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫।
এদিকে,গতকালের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা সামান্য কমেছে। আজ সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৩০৩ জন। গতকালের পরিসংখ্যান ছিল ৩৮ হাজার ১২ । দৈনিক মৃত্যুর সংখ্যা একধাক্কায় ৩০০ ছাড়িয়ছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। গতকাল মৃত্যু হয়েছিল ৩৩৯ জনের।
মোট আক্রান্তের নিরিখে দেশে কেরল প্রথমে থাকলেও সেই রাজ্যেও কমের দিকে সক্রমণ। বিগত কয়েকদিন যেভাবে সংক্রমণ বেড়ে ২০ হাজারের গণ্ডি ছুঁয়েছিল ছিল বিষয়টি ভাবাচ্ছিল প্রশাসনকে। এই নিয়ে পরপর দু’দিন রাজ্যে সংক্রমণ ১৫ হাজারের গণ্ডিতেই স্থিতিশীল ছিল। আজ সামান্য বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৭ হাজার। একদিনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৮১ জন। গতকাল আক্রন্ত হয়েছিলেন ১৫ হাজার ৮৭৬ জন। বিগত কিছুদিন আক্রান্তের নিরিখে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে থাকলেও তাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল মহারাষ্ট্র। ক্রমশ বাড়ছে সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫৩০ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানেও সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫৮ জনের শরীরে সংক্রমণ মিলেছে । এই দুই রাজ্যে মৃত্যুর মোট সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২৭৭ ও ৩৫ হাজার ২৪৬ দাঁড়িয়েছে।
আক্রান্তের নিরিখে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় আবারও বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। গতকাল ৭০৩ জন আক্রান্ত হয়েছিলেন । মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬১৩ জনের।
এদিকে, উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে কিন্তু সংক্রমণের রিপোর্ট অনেকটাই কম। গোটা রাজ্যে দৈনিক মোট আক্রান্ত হয়েছেন মাত্র ১৮ জন। বিগত এক সপ্তাহ ধরে এই রাজ্যে মৃতের সংখ্যা ৫০ এর নীচেই রয়েছে। তবে মোট মৃতের সংখ্য়া ২২ হাজারের আশে পাশেই ঘোরাঘুরি করছে । অন্যদিকে রাজধানী দিল্লিতে কিন্তু গতকালের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭ জন।
টিকাকরণের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে দৈনিক টিকাকরণের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৫১ হাজার ৪২৩ জন। মোট টিকাকরণ হয়েছে ৭৬ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ১৩৭ জনের।
আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জে মুখ পুড়ল ইসলামাবাদের! পাকিস্তানের মতো ‘ফেল’ করা দেশের থেকে গণতন্ত্রের পাঠ চায় না ভারত