সুপ্রিম কোর্টের বিরাট রায়, জামিন পশ্চিমবঙ্গের ৪ ভোট পরবর্তী হিংসায় ধৃতকে

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2024 | 2:37 PM

Post Poll Violence: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল, তা নিয়েই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই প্রথম জামিন।

সুপ্রিম কোর্টের বিরাট রায়, জামিন পশ্চিমবঙ্গের ৪ ভোট পরবর্তী হিংসায় ধৃতকে
ফাইল চিত্র।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ভোট পরবর্তী হিংসায় প্রথম জামিন।  বড় ধাক্কা খেল সিবিআই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল, তা নিয়েই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই এবার প্রথম জামিন। ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে,  এদিন সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করে অপু মুখার্জি (বাবুসোনা), আজহার শেখ, রাজেন্দ্র শর্মা এবং সুরেশ লালার। চারজনই তৃণমূলকর্মী। কৃষ্ণনগরে ভোট পরবর্তী হিংসা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ তিন বছর জেলবন্দি থাকার পর জামিন পেলেন তাঁরা।

জামিনের বিরোধিতা করে সিবিআই। নির্বাচন পরবর্তী মামলায় সিবিআই এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর বক্তব্য, এরা প্রত্যেকেই খুনের আসামী। এ ধরনের আসামীদের জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। শীর্ষ আদালতে সিবিআই বলে, “অভিযুক্তরা অস্ত্র ব্যবহার করেছে। একজনের বুলেট আঘাত রয়েছে”।

তবে দীর্ঘ তিন বছর কেটে যাওয়ার পরও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় এবং তিন বছর ধরে অভিযুক্তরা জেলে থাকার কারণেই জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “তিন বছর ধরে অভিযুক্তরা জেলে আছে। ৭৩ জন প্রত্যক্ষদর্শীর মধ্যে এতদিনে মাত্র ৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে”। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই জামিন মঞ্জুর করেছেন বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহ।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনের শর্তাবলী কী হবে, তা ট্রায়াল কোর্ট ঠিক করবে। অন্যান্যদের জামিন এবং ট্রায়ালের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এদিনের জামিনের নির্দেশে ট্রায়াল কোর্ট যাতে প্রভাবিত না হয় সেই সতর্কবার্তাও স্পষ্ট করে দেন বিচারপতি।

Next Article