তিরুবনন্তপুরম: ট্রেনের ধাক্কায় মৃত্যু চার ঠিকাকর্মীর। রেললাইন থেকে আবর্জনা সরাতে ব্যস্ত থাকা ওই চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা বুঝতে পারেননি পিছন থেকে এক্সপ্রেস ট্রেন আসছে। ট্রেনের ধাক্কায় নিমেষে ছিটকে যান তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজন শ্রমিকের।
ঘটনাটি ঘটেছে কেরলের পলক্কড় জেলার শোরনূরে। শনিবার দুপুর তিনটে নাগাদ ওই ঠিকা কর্মীরা রেললাইন থেকে আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করার কাজ করছিলেন। এমন সময়ে পিছন থেকে আসে তিরুবনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় এদিক-ওদিক ছিটকে যান সাফাই কর্মীরা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত শ্রমিকদের মধ্যে দুইজন মহিলা ও দুইজন পুরুষ ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। আরেকটি দেহের খোঁজ চলছে। দ্রুতগতিতে আসা ট্রেনের ধাক্কায় সম্ভবত একজন ছিটকে নদীতে পড়েছেন। সেই দেহ উদ্ধারের চেষ্টা চলছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাফাইকর্মীরা হয়তো বুঝতে পারেননি যে পিছন থেকে ট্রেন আসছে, সেই কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে গোটা বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে।