অমরাবতী: ক্রিকেট ম্যাচ খেলতে টেম্পো করে যাচ্ছিলেন এক দল ক্রিকেটার। কিন্তু ম্যাচ খেলা আর হয়নি তাঁদের। মাঠে যাওয়ার সময়ই তাঁদের টেম্পোতে ধাক্কা মারে একটি লরি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও টেম্পোতে উপস্থিত বাকিরাও কম-বেশি চোট পেয়েছেন। রবিবার সকালে এই পথ দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে।
অমরাবতী শহর থেকে ২১ জনের একটি ক্রিকেট দল টেম্পোতে করে যাচ্ছিল। ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচ খেলতে ইভাতমাল যাচ্ছিল দলটি। যাওয়ার পথে নন্দগাও খণ্ডেশ্বর তালুকের সিঙ্গনাপুর এলাকায় লরি ধাক্কা মারে টেম্পোতে। এতেই চার ক্রিকেটার ঘটনাস্থলেই মারা যান। ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে পুলিশ।
এই ঘটনা নিয়ে পুলিশ সুপার বিশাল আনন্দ বলেছেন, “টেম্পো করে ক্রিকেট খেলতে যাচ্ছিলেন ২১ জন। তাঁদের টেম্পোতে লরি ধাক্কা মেরেছে। সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটেছে এই ঘটনা।” ঘাতক লরির চালককে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ অফিসার।