UP Accident : দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা ট্রাকের, মৃত ৪ পরিযায়ী শ্রমিক, আহত ২৪

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 03, 2022 | 11:32 AM

UP Accident : উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৪ জন। আহত হয়েছেন আরও ২৪ জন। নেপাল থেকে গোয়ার দিকে যাচ্ছিল সেই ডাবল ডেকার বাসটি।

UP Accident : দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা ট্রাকের, মৃত ৪ পরিযায়ী শ্রমিক, আহত ২৪
ছবি সৌজন্যে : ANI

Follow Us

লখনউ : ভোর রাতেই দুর্ঘটনা। পরিযায়ী শ্রমিক বোঝাই বাসে আচমকাই ধাক্কা দেয় ট্রাক। দুর্ঘটনায় মারা গিয়েছেন ৪ জন। আহত হয়েছেন ২৪ জন। শনিবার সকালে উত্তর প্রদেশের বারাবাঙ্কির ঘটনা। বারাবনির বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাকি বাসযাত্রী নিরাপদে রয়েছেন। নেপাল থেকে গোয়ার দিকে যাচ্ছিল সেই বাস।

নেপালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে গোয়ার উদ্দেশে যাচ্ছিল ডাবল ডেকার বাস। বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। বারাবাঙ্কিতে মহঙ্গপুরের কাছে সেই যাত্রীবোঝাই ডাবল ডেকার বাসের টায়ার পাংচার হয়ে যায়। তারপর রাস্তার এক ধারে সেই বাসকে দাঁড় করান চালক। বাসের টায়ার পরিবর্তন করা হচ্ছিল। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে একটি ট্রাক এসে বাসের পিছনে ধাক্কা মারে। বাসের ৬০ জন যাত্রীর মধ্যে ৪ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। আরও ২৪ জন আহত হয়েছেন। আহতদের বারাবাঙ্কি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয় জনকে লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। বারাবনির বর্ষীয়ান পুলিশ অফিসার পূর্ণেন্দু সিং বলেছেন, ‘বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাঁদের নেপালে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন যে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এদিকে সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা সর্বাধিক উত্তর প্রদেশে। ২০২১ সালে পথ দুর্ঘটনায় মোট ২৪,৭১১ জনের মৃত্যু হয়েছে। ২০২১ সালে মোটামুটি ৪.২২ লক্ষ পথ দুর্ঘটনায় মোট ১.৭৩ লক্ষের মানুষের প্রাণ চলে গিয়েছে।

Next Article