Landslide: ভূমিধসে বাড়ি ভেঙে মৃত শিশু-সহ একই পরিবারের ৪

Landslide: শুক্রবার রাত থেকেই ভূমিধস উত্তরাখণ্ডে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের।

Landslide:  ভূমিধসে বাড়ি ভেঙে মৃত শিশু-সহ একই পরিবারের ৪
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 7:01 PM

দেহরাদুন: শনিবার ভূমিধসে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের। এর মধ্যে রয়েছেন ২ মহিলা। গতকাল রাত থেকেই উত্তরাখণ্ডের চামোলি (Chamoli) জেলায় ভূমিধসের কারণে একাধিক বাড়িতে একের পর এক পাথর এসে পড়ে। তার জেরেই বিভিন্ন ঘর ক্ষতিগ্রস্ত হয়ে মারা গিয়েছেন চারজন।

থারালির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (Sub-Divisional Magistrate) রবীন্দ্র কুমার জুয়ানথা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ও শনিবার রাত ১ টা নাগাদ পিন্ডার উপত্যকার পেইনগড় গ্রামে এই ঘটনা ঘটে। প্রথমে ভূমিধস হয় সেই এলাকায়। তারপর ভূমিধসের কারণে বড় বড় পাথর পাহাড়ের গা থেকে গ্রামের তিনটি বাড়ির পর এসে পড়ে। ধূলিসাৎ হয়ে যায় বাড়িগুলি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় ৫ জন। এই ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়ে যায়। উদ্ধারকালী দল ঘটনাস্থলে এসে পৌঁছোয়। সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনা হয় বলে জানিয়েছেন এসডিএম। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল।

সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এই ধসের কারণে ঘটনাস্থলেই মারা গিয়েছেন এক মহিলা। বাকি তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। হাসপাতালে এখনও একজন চিকিৎসাধীন রয়েছেন। এসডিএম জানিয়েছেন, একই পরিবারের মারা গিয়েছেন চারজন।