Adultry: বান্ধবীকে নিয়ে হোটেল ঘরে অন্তরঙ্গ, ভাবতেও পারেনি নজর রাখছে ‘অন্য কেউ’…

Noida: ধৃতরা পুলিশি জেরার মুখে স্বীকার করেছে তিনটি ভিন্ন গ্যাং নয়ডাতে কাজ করছে। বিশেষ একটি সংস্থার হোটেলগুলিতেই মূলত তারা কাজ করছিল।

Adultry: বান্ধবীকে নিয়ে হোটেল ঘরে অন্তরঙ্গ, ভাবতেও পারেনি নজর রাখছে 'অন্য কেউ'...
হোটেল রুমে ইনস্টল করা হয় ক্যামেরা। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 6:34 PM

নয়ডা: হোটেলের ঘরে লোকানো থাকত ক্যামেরা। কোনও যুগল হোটেল ঘর ভাড়া নিলেই পড়তে হতো ফাঁদে। ফোন যেত অচেনা নম্বর থেকে। মোটা টাকার দাবিতে চলত ব্ল্যাকেমেলিং। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো, ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হতো অনবরত। এরকমই একাধিক অভিযোগে চারজনকে গ্রেফতার করল দিল্লি সংলগ্ন নয়ডার (Noida) গৌতম বুদ্ধনগর থানার পুলিশ।

ধৃতরা পুলিশি জেরার মুখে স্বীকার করেছে তিনটি ভিন্ন গ্যাং নয়ডাতে কাজ করছে। বিশেষ একটি সংস্থার হোটেলগুলিতেই মূলত তারা কাজ করছিল। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুই যুবক হোটেলের রুমে যুগলের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো রেকর্ডিং করতেন। এরপর সেই ভিডিয়ো বাইরে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করতেন।

বাকি দুই ধৃতের একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হতো টাকার লেনদেনের জন্য। এই কাজে ব্যবহার করা সিম কার্ডটিও তাঁর বলে পুলিশ জানতে পেরেছে। চতুর্থজন অবৈধ কলসেন্টার চালান বলে অভিযোগ। কম দামে বাজারে আইফোন বিক্রি করেন তিনি। প্রায় দু’ বছর ধরে এই ধরনের কাজে যুক্ত তিনি বলে পুলিশ জানতে পেরেছে। হোটেল রুমে ক্যামেরা ইনস্টল করতেন।

এডিসিপি (সেন্ট্রাল নয়ডা) সাদ মিয়া খান বলেন, “আমাদের কাছে খবর আসে কিছুদিন আগে এক ব্য়ক্তি তাঁর বান্ধবীকে নিয়ে হোটেলে আসেন। এর কিছুদিন পরই তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ওই ব্যক্তিকে পাঠানো হয়।” এরপরই তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করা হয়।