সোমনাথের থেকে নারায়ণের হাতে মহাকাশ অভিযানের দায়িত্ব, নতুন ISRO প্রধানের রয়েছে বাংলার সঙ্গে গভীর যোগ

New ISRO Chief: এই গুরু দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেন, "আমাদের (ভারত) সামনে স্পষ্ট রোডম্যাপ রয়েছে। সুদক্ষ ও প্রতিভাবান কর্মীদের সাহায্যে আশা করি ইসরোকে আমরা এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।"

সোমনাথের থেকে নারায়ণের হাতে মহাকাশ অভিযানের দায়িত্ব, নতুন ISRO প্রধানের রয়েছে বাংলার সঙ্গে গভীর যোগ
ISRO-র নতুন প্রধান ভি নারায়ণ।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 6:53 AM

নয়া দিল্লি: ইসরোর প্রধান বদল। দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নতুন চেয়ারম্যান ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। ইসরোর দায়িত্বভার নিতে চলেছেন ভি নারায়ণ। আগামী ১৪ জানুয়ারি তিনি ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের হাত থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

কেন্দ্রের তরফে মঙ্গলবার ইসরোর নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণা করা হয়। ইসরোর চেয়ারম্যান পদের পাশাপাশি তিনি ডিপার্টমেন্ট অব স্পেসের সেক্রেটারি হিসাবেও দায়িত্ব পালন করবেন।

জানা গিয়েছে, লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে এতদিন দায়িত্ব পালন করেছেন ভি নারায়ণ। দেশে ক্রাইজেনিক ইঞ্জিন, যা রকেট ও মহাকাশযান উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের প্রপালশনের জন্য প্রয়োজন, তা তৈরিতে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

এবার ইসরোর দায়িত্ব পালন করবেন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এই গুরু দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করে বলেন, “আমাদের (ভারত) সামনে স্পষ্ট রোডম্যাপ রয়েছে। সুদক্ষ ও প্রতিভাবান কর্মীদের সাহায্যে আশা করি ইসরোকে আমরা এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।”

ভি নারায়ণের পরিচয়-

তামিলনাড়ুতে বেড়ে ওঠা ইসরোর হবু প্রধানের। এরপর তিনি খড়্গপুরের আইআইটি থেকে এম.টেক করেন ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে। পিএইচডি করেন অ্যারোস্পেসে। এম.টেে প্রথম হওয়ার জন্য রুপোর পদকও পেয়েছিলেন তিনি।

১৯৮৪ সালে তিনি ইসরোয় যোগ দেন। রকেট-স্পেসক্রাফ্ট প্রপালশন এক্সপার্ট থেকে ২০১৮ সালে লিক্যুইড প্রপালসন সিস্টেমের ডিরেক্টর হন এবং বর্তমানে ইসরোর প্রধান পদে বসতে চলেছেন। তিনি গগনযান, ভারতের প্রথম মানব সহ মহাকাশ অভিযানেও এইচআরসিবি-র চেয়ারম্যান তিনি।