Tirupati: তিরুপতিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, পায়ের চাপে মৃত্যু ৪ ভক্তের

Jan 08, 2025 | 11:03 PM

Tirupati: হস্পতিবার সকাল থেকে দর্শন করার জন্য টোকেন দেওয়ার ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই কারণে বুধবার সন্ধ্যা থেকেই ভক্তদের ভিড় বাড়ছিল। তারই মধ্যে এই দুর্ঘটনা।

Tirupati: তিরুপতিতে ভয়ঙ্কর দুর্ঘটনা, পায়ের চাপে মৃত্যু ৪ ভক্তের
Image Credit source: ANI

Follow Us

অন্ধ্র প্রদেশ: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু চার ভক্তের। তিরুমালা বৈকুণ্ঠ গেটে সর্বদর্শনম টোকেন দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ভক্তদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। উদ্ধারের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় মন্দির এই তিরুপতি। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয় সেখানে। চড়াই রাস্তায় পায়ে হেঁটে উঠে অনেকেই পুজো দেন।

বৈকুণ্ঠদ্বারে দর্শনের সময় টোকেন নিতে হয়। সেই সময় ভিড় বেড়ে যাওয়ায় উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সামাল দিতে হিমশিম খায় মন্দির কর্তৃপক্ষ। তামিলনাড়ুর সালেমের বাসিন্দার এক ভক্ত সহ মোট চারজন ভক্তের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও চার ভক্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামিকাল, বৃহস্পতিবার সকাল থেকে দর্শন করার জন্য টোকেন দেওয়ার ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই কারণে বুধবার সন্ধ্যা থেকেই ভক্তদের ভিড় বাড়ছিল। তিরুপতির ৯টি কেন্দ্রে ৯৪টি কাউন্টারের মাধ্যমে বৈকুণ্ঠ দর্শনের টোকেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেই ব্যবস্থা করার কথা বলেছেন চন্দ্রবাবু নাইডু।

Next Article