Indian Astronaut Shubhanshu Shukla: ৪১ বছর পর মহাকাশ থেকে আবার শোনা গেল, ‘সারে জাঁহান সে আচ্ছা…’, আজ ঘরে ফেরার পালা শুভাংশুদের
Indian Astronaut Shubhanshu Shukla: আজ শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গে থাকা তিন মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার কথা। অ্যাক্সিওম-৪ মিশনে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন। ১৪ দিনের গবেষণার পর গত ১০ জুলাই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও, তা বিশেষ কারণে পিছিয়ে যায়।

নয়া দিল্লি: মহাকাশই মিলিয়ে দিল দুই ভারতীয় মহাকাশচারীকে। ১৯৮৪ সালে মহাকাশ থেকে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা ভারত সম্পর্কে বলেছিলেন, ‘সারে জাঁহান সে আচ্ছা’। ৪১ বছর পর একই কথা শোনা গেল দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মুখেও। আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পরে আজ ঘরে ফেরার পালা। তার আগেই মহাকাশ থেকে পাঠালেন এই বার্তা।
আজ শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গে থাকা তিন মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার কথা। অ্যাক্সিওম-৪ মিশনে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন। ১৪ দিনের গবেষণার পর গত ১০ জুলাই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও, তা বিশেষ কারণে পিছিয়ে যায়। আজ, ১৪ জুলাই বিকেল সাড়ে ৪টে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁদের। আগামিকাল সকাল ৭টা ৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে হবে স্প্ল্যাশডাউন।
পৃথিবীতে ফেরার আগে আন্তর্জাতিক স্পেশ স্টেশনেই আয়োজন করা হয়েছিল বিশেষ খাওয়া-দাওয়া। ৬ দেশের ১১ জন প্রতিনিধি মিলে নিজেদের দেশের ঐতিহ্য ও রীতিনীতিকেই তুলে ধরেন ওই ভোজে। বিদায় বার্তায় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দেশের উন্নতির প্রশংসা করেন এবং মহাকাশচারী রাকেশ শর্মার কথার সূত্র ধরেই বলেন, “মহাকাশ থেকে ভারত এখনও সব দেশের থেকে সেরা লাগে।”
শুভাংশু বলেন যে আজকের ভারত আত্মবিশ্বাসী, সাহসী, গর্ব ও স্বপ্নে পরিপূর্ণ। মহাকাশ থেকে আজকের ভারত নির্ভীক ও পূর্ণ দেখায়।
তাঁর কাছে এটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলেই জানান ভারতের গগনযাত্রী। সহকর্মীদেরও ধন্যবাদ জানান। আবেগঘন হয়ে শুভাংশু বলেন, “আমার কাছে সবকিছু ম্যাজিকের মতো লাগছে…আমি নিজের দেশ ও নাগরিকদের ধন্যবাদ জানাই আমায় সমর্থন করার জন্য। ইসরো, সমস্ত গবেষক, পড়ুয়ারা, নাসা ও অ্যাক্সিওমকেও ধন্যবাদ জানাই এই মিশন সফল করার জন্য সবরকমের সহযোগিতা করায়।”

