Holi Murder Case : রঙের উৎসবে অন্ধকার! জীবনের দাম মাত্র ১০০ টাকা?
Holi Murder Case : মাত্র ১০০ টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের থানে জেলার উলহাসনগর এলাকার ঘটনা।
মুম্বই : মাত্র ১০০ টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের থানে জেলার উলহাসনগর এলাকার ঘটনা। ১৮ মার্চ ছিল হোলি। সেই হোলি উদযাপনের জন্য় চাঁদা তোলার পরিকল্পনা করেন অভিযুক্ত রূপরাজ পাতিল এবং বালা সাথে। হোলিতে মদ খাবেন। তার জন্য টাকার প্রয়োজন। কিন্তু সেই টাকা কে দেবে! তাই মদের জন্য চাঁদা তোলার পরিকল্পনা করলেন ওই দুই অভিযুক্ত। যেমন ভাবা তেমনি কাজ। রাস্তাতেই বছর ৪১ এর এক ব্যক্তির কাছে মদ হোলির দিনে মদ খাওয়ার জন্য টাকা চাইলেন রূপরাজ এবং বালা। নীলেশ আহেরের কাছ থেকে ১০০ টাকা চান ওই দুই ব্যক্তি। সেইসময় পাশ দিয়ে যাচ্ছিলেন কুন্দনমল সুগনাথ।
উলহাসনগর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অনিল জগতাপ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, ওই ব্যক্তি টাকা দিতে না চাইলে বিনা উস্কানিতে তাঁকে আঘাত করতে শুরু করেন অভিযুক্ত দুই ব্যক্তি। তারপর আহত ব্যক্তি মারা গিয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর সঙ্গী পলাতক হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি আগে থেকেই মৃত ব্যক্তির পরিচিত ছিলেন। মাত্র ১০০ টাকা না দেওয়ার জন্য় প্রাণে মেরে দিল নিজের পরিচিত ব্যক্তিকেই।
উলহাসনগর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অনিল জগতাপ বলেছেন, “আহের মামলার বাদী। পাতিলকে গ্রেফতার করা হলেও সাথে পালিয়ে গিয়েছে। অভিযুক্ত, অভিযোগকারী এবং মৃত ব্যক্তি একে অপরের পরিচিত।” প্রসঙ্গত,হোলিকে ঘিরে বিভিন্ন ঘটনা দেশ জুড়েই দেখা গিয়েছে। এই ঘটনাও তার মধ্যে অন্যতম।
আরও পড়ুন : Police Recruitment : লক্ষ্য রাজ্যের আইন-শৃঙ্খলা, গদিতে বসার আগেই ৫ হাজার নতুন পুলিশ পদের ঘোষণা সরকারের