AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Scrub Typhus: বিভিন্ন রাজ্যে স্ক্রাব টাইফাসের হানা, ওড়িশায় মৃত ৫, শুধু সিমলাতেই মৃত্যু ৯ জনের

Scrub Typhus Symptoms: প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মোট ১৪২টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্য়ে চারজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন এবং তারা সুস্থ রয়েছেন। অন্যদিকে, হিমাচল প্রদেশের সিমলাতেও স্ক্রাব টাইফাস সংক্রমণ ছড়িয়েছে। এখনও অবধি নয়জনের মৃত্যু হয়েছে।

Scrub Typhus: বিভিন্ন রাজ্যে স্ক্রাব টাইফাসের হানা, ওড়িশায় মৃত ৫, শুধু সিমলাতেই মৃত্যু ৯ জনের
স্ক্রাব টাইফাস ছড়ায় এই পোকা থেকে।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 9:46 AM
Share

নয়া দিল্লি: করোনা, নিপা ভাইরাসের পর এবার স্ক্রাব টাইফাসের আতঙ্ক। একাধিক রাজ্য়ে ছড়াচ্ছে সংক্রমণ। ইতিমধ্যেই দুই রাজ্যে একাধিক আক্রান্তের মৃত্যুও হয়েছে। জানা গিয়েছে, ওড়িশায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মত্যু হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশেও কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে স্ক্রাব টাইফাস সংক্রমণে।

ওড়িশার বরগড় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাধু চরণ দাস জানান, রাজ্যে স্ক্রাব টাইফাস সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তরা সকলেই বরগড় জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুইজন সোহেলা ব্লকের বাসিন্দা ও বাকি তিনজন আট্টাবিরা, ভেদেন ও বারপালির বাসিন্দা। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মোট ১৪২টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্য়ে চারজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন এবং তারা সুস্থ রয়েছেন।

অন্যদিকে, হিমাচল প্রদেশের সিমলাতেও স্ক্রাব টাইফাস সংক্রমণ ছড়িয়েছে। এখনও অবধি নয়জনের মৃত্যু হয়েছে। ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও অবধি ২৯৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে।

কী এই স্ক্রাব টাইফাস?

একধরনের পোকার কামড় থেকেই এই সংক্রমণ ছড়ায়। মূলত গাছপালা, ঝোপঝাড়ে এই পোকা থাকে। এছাড়া ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালির গায়েও এই পোকা থাকে। এই সংক্রমণের উপসর্গগুলি হল-

  • প্রবল জ্বর
  • কাঁপুনি
  • প্রচণ্ড মাথাব্য়াথা
  • শুকনো কাশি
  • শরীরে ব্যাথা
  • পেশিতে ব্যাথা
  • চোখ লাল হওয়া
  • গ্রাস্ট্রোইন্টেসটিনাল সমস্য়া,
  • লিভার বেড়ে যাওয়া
  • মেনিনজাইটিস

সঠিক সময়ে চিকিৎসা না হলে অঙ্গপ্রতঙ্গ কাজ বন্ধ করে দিতে পারে এবং মৃত্যুও হয়।