মাউ : আগুনে (Fire) ঝলসে মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। তাঁদের মধ্যে তিনজন নাবালক বলে জানা গিয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) মাউয়ের শাহপুর গ্রামের একটি বাড়িতে হঠাৎ করেই আগুন দেখা যায়। আগুন দেখেই হইচই পড়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী।
গতকালে উত্তর প্রদেশের শাহপুর গ্রামের এক বাড়িতে আগুন লাগে। এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ছুটে আসে। এলাকায় হই হট্টগোল পড়ে যায়। বাড়ির ভেতর থেকে পাঁচটি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে আনা হয়। সেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে, কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, স্টোভ থেকেই গোটা বাড়িতে আগুন লেগে যায়।
মাউয়ের জেলা শাসক অরুণ কুমার জানিয়েছেন, “মাউ জেলার কোপাগঞ্জ পুলিশ স্টেশনের অধীনে শাহপুর গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক, তিনজন নাবালক ছিল। বাড়ির মধ্যেই তাঁরা মারা গিয়েছে। পুলিশ, দমকল বাহিনী, মেডিক্যাল ও উদ্ধারবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।” তিনি আরও জানিয়েছেন, “প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্টোভ থেকে আগুন লেগেছে।” মাউয়ের জেলা শাসক পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন।