LPG Cylinder Blast: রান্না চেপেছিল সবে, নিমেষে উড়ল পরপর ৫টি বাড়ি, সাতসকালে ভয়ঙ্কর বিস্ফোরণ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 29, 2023 | 1:51 PM

Mumbai: বিস্ফোরণের খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, এখনও অবধি ধ্বংসস্তূপের ভিতর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে।

LPG Cylinder Blast: রান্না চেপেছিল সবে, নিমেষে উড়ল পরপর ৫টি বাড়ি, সাতসকালে ভয়ঙ্কর বিস্ফোরণ
বিস্ফোরণের পর ঘটনাস্থল।
Image Credit source: ANI

Follow Us

মুম্বই: ঘড়ির কাটায় সকাল আটটা, বাড়িতে চলছে রান্নার জোর তোড়জোড়। কাজে যাওয়ার জন্য বেরচ্ছিলেন, হঠাৎই বিকট শব্দ। বিস্ফোরণে কেঁপে উঠল একের পর এক বাড়ি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের (Gas Cylinder Blast) জেরে ভেঙে পড়ল পরপর পাঁচটি বাড়ি। গুরুতর আহত হয়েছেন ৪ জন। উদ্ধার করা হয়েছে ১১ জনকে। বিস্ফোরণটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে।

বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় মুম্বইয়ের গল্ফ ক্লাব এলাকার ওল্ড ব্যারাকে। সকাল আটটা নাগাদ বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে পরপর চার-পাঁচটি একতলা বাড়ি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বাসিন্দারা।

বিস্ফোরণের খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, এখনও অবধি ধ্বংসস্তূপের ভিতর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলের যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, পরপর বাড়িগুলি ভেঙে পড়েছে। ছাদে ওঠার সিড়ি ও কার্ণিশের ভাঙা অংশ ঝুলছে।

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগেই মুম্বইয়ের বান্দ্রাতেও এমন ভয়াবহ গ্যাস সিলিন্ডার হয়। গুরুতর আহত হন আটজন। তাদের শরীরের ৩৫ থেকে ৪০ শতাংশই পুড়ে গিয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ।

Next Article