বস্তার: ছত্তীসগঢ়ে মাওবাদী দমন অভিযানে ফের বড় সাফল্য। বস্তারের অবুঝমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫ মাওবাদীর। মৃত মাওবাদীদের কাছ থেকে ৫টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। গুলির লড়াইয়ের জখম হয়েছেন দুই জওয়ানও। চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।
ওই জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। তখনই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে ৫ মাওবাদী নিহত হয়। অন্যদিকে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের(ডিআরজি) দুই জওয়ান জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদের কপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
বস্তার রেঞ্জের আইজিপি পি সুন্দররাজ বলেন, “তল্লাশি অভিযান এখনও চলছে। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে মাওবাদীরা গুলি চালাচ্ছে।” তিনি জানান, কাঙ্কের ও অবুঝমাড়ের উত্তরে জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি নিয়ে তাঁরা তথ্য পান। তারপরই ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স এবং বিএসএফ অভিযানে নামে। এলাকাটি ঘিরে ফেলার পরই সকাল ৮টা নাগাদ গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
কয়েকদিন আগে ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিন মাওবাদী মারা যায়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। মৃত মাওবাদীদের মধ্যে একজনের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী-মুক্ত হবে দেশ।