Physical Assault: ৯ বছরের মেয়েটাকে জাপটে ধরল ৫ কিশোর, এক-এক করে লুঠল সম্ভ্রম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 09, 2023 | 1:39 PM

Karnataka: পাড়ার চার কিশোর আসে এবং নাবালিকাকে চকোলেট ও ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাড়ারই আরেক কিশোরের বাড়িতে নিয়ে যায়। এরপরে অভিযুক্ত কিশোরেরা পালা করে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

Physical Assault: ৯ বছরের মেয়েটাকে জাপটে ধরল ৫ কিশোর, এক-এক করে লুঠল সম্ভ্রম
প্রতীকী ছবি।

Follow Us

বেঙ্গালুরু: বাড়ির সামনে বসেই খেলছিল বছর নয়ের নাবালিকা। হঠাৎই  সামনে এসে হাজির হয়েছিল ‘পাড়ার দাদা’রা। তাঁরাও খুব একটা বড় নয়, সকলেই সবে কৈশোরে পা রেখেছে। বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। নাবালিকাকে চকোলেট ও ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়েই চার কিশোর মিলে নিয়ে গিয়েছিল অপর আরেক কিশোরের বাড়িতে। সেখানেই নয় বছরের কিশোরীকে পাঁচজন মিলে গণধর্ষণ করল। শনিবার এমনটাই অভিযোগে পুলিশ আটক করল পাঁচ কিশোরকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গি জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৫ জুলাই। ওই নাবালিকা বাড়ির বাইরে বসেই খেলছিল। এমন সময়ে পাড়ার চার কিশোর আসে এবং নাবালিকাকে চকোলেট ও ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে পাড়ারই আরেক কিশোরের বাড়িতে নিয়ে যায়। এরপরে অভিযুক্ত কিশোরেরা পালা করে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘণ্টা খানেক বাদে তাঁরা নাবালিকাকে ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে নাবালিকা বাড়ি ফেরে এবং তাঁর মা-বাবাকে গোটা ঘটনাটি জানায়। এরপরে নির্যাতিতার পরিবার কালাবুর্গি মহিলা পুলিশ স্টেশনে গিয়ে ধর্ষণের অভিযোগ জানান।

নির্যাতিতা ও তার পরিবারের বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬এ (যৌন নিগ্রহের জন্য নাবালিকাকে আটকে রাখা), ৩৭৬ (গণধর্ষণ), ৫০৬ (প্রাণনাশের হুমকি) ও পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত ৫ কিশোরকে আটক করে। কালাবুর্গির নাবালক বিচার বোর্ডের তরফে অভিযুক্তদের ১৪ দিনের জন্য সংশোধন হোমে পাঠানো হয়েছে।

Next Article