Road Accident: এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা, গাড়ির ভিতরেই জ্যান্ত পুড়ে গেলেন ৫ জন

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 12, 2024 | 12:06 PM

Charred to Death: পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের আগ্রা থেকে নয়ডায় যাচ্ছিল বাসটি। কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বাসে। এক্সপ্রেসওয়ের উপরে হঠাৎই বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেয়ে গাড়িটি বাসের পাশে পৌঁছে যায়। এরপরই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় গাড়িতে। বাসটিতেও আগুন লেগে যায়।

Road Accident: এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা, গাড়ির ভিতরেই জ্যান্ত পুড়ে গেলেন ৫ জন
দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়িটি।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সাতসকালে এক্সপ্রেসওয়ের উপরে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল বাস ও গাড়ির। সংঘর্ষের পর আগুন ধরে গেল দুটি গাড়িতেই। বাসের যাত্রীরা কোনওমতে প্রাণ বাঁচিয়ে পালাতে পারলেও, গাড়ির ভিতরে আটকে পড়েন যাত্রীরা। পুড়েই মৃত্যু হয় ৫ জনের। পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে এক্সপ্রেসওয়ের উপরে।

ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের আগ্রা থেকে নয়ডায় যাচ্ছিল বাসটি। কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বাসে। এক্সপ্রেসওয়ের উপরে হঠাৎই বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেয়ে গাড়িটি বাসের পাশে পৌঁছে যায়। এরপরই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় গাড়িতে। বাসটিতেও আগুন লেগে যায়।

বাসের যাত্রীরা জানালা-দরজা দিয়ে বেরিয়ে আসতে পারলেও, আটকে পড়েন গাড়ির যাত্রীরা। দুর্ঘটনার জেরে গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় গাড়ির ভিতরে থাকা ৫ জন যাত্রীই আটকে পড়েন। গাড়ির ভিতরেই পুড়ে মৃত্যু হয় তাদের।

 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। এক্সপ্রেসওয়েতে ওঠার পর গাড়িটির টায়ার ফেটে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই বাস ও গাড়িতে আগুন ধরে যায়।

পুলিশের তরউে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের পরিচয় এখনও জানার চেষ্টা করা হচ্ছে।

Next Article