Earthquake: আন্দামানে ৫.৪ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প, এবার কি সুনামি?
Earthquake in Andaman Island: আন্দামানে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা যেহেতু অনেকটাই বেশি ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ আন্দামান দ্বীপে হওয়া ভূমিকম্পের কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৪।

আন্দামান: আন্দামানে শক্তিশালী ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আন্দামান দ্বীপে হওয়া ভূমিকম্পের কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৪। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে ভূমিকম্পের মাত্রা যেহেতু অনেকটাই বেশি ছিল, তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আজ, রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। আন্দামান সাগরের ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
EQ of M: 5.4, On: 09/11/2025 12:06:28 IST, Lat: 12.49 N, Long: 93.83 E, Depth: 90 Km, Location: Andaman Sea. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/uJB3jaDDI9
— National Center for Seismology (@NCS_Earthquake) November 9, 2025
যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এখনও পর্যন্ত ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি।
গত সপ্তাহে লেহ-তেও ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
