আহমেদাবাদ: লকডাউনে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। কোচিং থেকে প্রাইভেট টিউশন, কার্যত আপাত ইতি সব জায়গায়। জমায়েত করতে বারবার না বলছে প্রশাসন। তার মধ্যেই ৫৫৫ জন পড়ুয়াকে নিয়ে কোচিং ক্লাস খুলে বসেছিলেন এক ব্যক্তি। স্বভাবতই যা হওয়ার তাই হয়েছে। আপাতত শ্রীঘরে কোচিংয়ের মালিক। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোট জেলার জসদন শহরে।
খবর পেয়েই ওই কোচিং সেন্টারের তল্লাশি অভিযান চালায় পুলিশ। হাতেনাতে সবটা ধরার পর কোচিংয়ের মালিক ৩৯ বছর বয়সী জয়সুখ সঙ্খল্ভকে গ্রেফতার করেছে পুলিশ। মহামারি আইনে তাঁকে গ্রেফতার করে সব পড়ুয়াকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, মূলত স্কুলের প্রবেশিকা পরীক্ষার জন্য ট্রেনিং দিতেন সঙ্খল্ভ।
জসদন থানার সাব ইনস্পেক্টর জেএইচ সিসোদিয়া জানিয়েছেন, তল্লাশি অভিযানে তাঁরা ৯ থেকে ১০ বছর বয়সী ৫৫৫ জন ছাত্রকে পান। মাস্ক কিংবা সামাজিক দূরত্ব, কোনওটাই বজায় ছিল না সেখানে। মহামারি আইনে সঙ্খল্ভর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও কোচিং মালিক জানিয়েছেন, বাবা-মায়ের সম্মতিতেই ওই পড়ুয়ারা তাঁর কোচিং সেন্টারে থাকছিলেন। সঙ্খল্ভর দাবি, বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবর্তে বাব-মায়েরাই সন্তানদের তাঁর হস্টেলে রাখার আবেদন জানিয়েছিলেন।
আরও পড়ুন: বুধেও শুনানি হবে না হাইকোর্টে, রাত পোহালেই নারদ মামলার বল সুপ্রিম কোর্টে